নাতনির সঙ্গে কি খেলেন অমিতাভ বচ্চন, নিজেই জানালেন সে কথা
নাতনির সঙ্গে ঠাকুরদার একটা সুন্দর সম্পর্ক তো চিরন্তন সত্য। অমিতাভ বচ্চনের ক্ষেত্রেও তার অন্যথা হয়না। তিনি তাঁর নাতনির সঙ্গে কি খেলেন জানালেন নিজেই।
নাতনির সঙ্গে ঠাকুরদা, ঠাকুমার সম্পর্ক চিরন্তন। তারা খেলা করে, গল্প করে, বাগানে বেড়ায়। কার্যত বৃদ্ধ বৃদ্ধাদের জীবন সায়াহ্নে এক নিঃসঙ্গ জীবনের সবচেয়ে বড় সাথী হয়ে ওঠে নাতি বা নাতনি। প্রশ্নোত্তর ভিত্তিক একটি অনুষ্ঠানে এক প্রতিযোগী কথায় কথায় অমিতাভ বচ্চনকে জানান তিনি দাবা খেলতে খুব পছন্দ করেন।
এমনও হয় যে রাত ৮টা থেকে শুরু করে ভোর ৫টা পর্যন্ত টানা খেলে চলেন। যা নিয়ে তাঁর সঙ্গে তাঁর স্ত্রীর মনোমালিন্যও হয়। তিনিই অমিতাভকে জানান, তাঁর মেয়ের বয়স ৫ বছর।
কিন্তু সেও এখন থেকেই দাবার বোর্ডে সঠিকভাবে ঘুঁটি সাজাতে শিখে গেছে। তবে সে ঠিক করে খেলতে পারেনা। তবে মাঝে মাঝেই আবদার করে তার সঙ্গে দাবা খেলার জন্য।
অমিতাভ বচ্চন এটা শোনার পর ওই প্রতিযোগীকে জানান তাঁর মেয়ের এই অভ্যাসটি খুব ভাল। তিনি যেন এই দাবার প্রতি ঝোঁককে আরও উৎসাহ দেন। জানান, ভারতের বর্তমানে এক গ্র্যান্ডমাস্টার বয়সে খুবই ছোট।
সেই সঙ্গে অমিতাভ জানান, তিনি নিজে খুব ভাল দাবা খেলতে পারেননা। তাই তিনি দাবা বিশেষ খেলেন না। তবে তাঁর নাতনি আরাধ্যার সঙ্গে অন্য অনেক খেলা করেন।
ঠাকুরদা আর নাতনি মিলে তাঁরা ভিডিও গেম খেলেন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভিডিও গেমের প্রতি আকর্ষণের কথাও তুলে ধরেন অমিতাভ বচ্চন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা