Entertainment

বাবা মায়ের কাছে কখন বকুনি আর মার জুটত তাঁর, সে গল্প বললেন অমিতাভ বচ্চন

বাবা মায়ের কাছে তো অনেক সময় সন্তানদের বকুনি খেতে হয়। মারও খেতে হয়। অমিতাভ বচ্চনকে কেন বাবা মায়ের কাছে মার খেতে হত সেকথা নিজেই বললেন তিনি।

এক ১৫ বছরের কিশোরের দাবি তার ছোট ভাই হওয়ায় আপত্তি আছে। সে একদম ছোটভাই হতে চায়না। কিন্তু কেন? কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে অমিতাভ বচ্চন সেকথা তাকে জিজ্ঞেস করেন। তাতে মধ্যপ্রদেশের বাসিন্দা ওই কিশোরের দাবি, তার বড় ভাই বিএ পড়ছে। সে দশম শ্রেণির ছাত্র।

যখনই সে বাড়ির বাইরে যেতে চায় তাকে বাবা মা যেতে দেন না। কিন্তু তার দাদা বললেই তাকে ছেড়ে দেন। তাকে শুনতে হয় তুমি এখনও অনেক ছোট। এসব তার ভাল লাগেনা।


অমিতাভ বচ্চন তাকে বোঝান বাবা মা তাকে কতটা ভালবাসেন। ওই কিশোর এরপর অমিতাভকে প্রশ্ন করে তাঁরও তো ছোট ভাই রয়েছে। ছোটবেলায় তাঁর ক্ষেত্রে কি হত?

অমিতাভ বচ্চন জানান, তাঁর ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। তাঁর ছোট ভাই অজিতাভ যখন কোনও অন্যায় করতেন বা ভুল করতেন, তাঁকে সেই ভুলের জন্য বকুনি শুনতে হত। তাঁর ভাইকে নয়।


অমিতাভ বলেন তাঁর বাবা মা তাঁকে এসে তাঁর ভাইয়ের ভুলের জন্য বকতেন। তাঁদের যুক্তি ছিল তুমি বড়। যখন দেখছ ভাই ভুল করছে তখন তাকে আটকাওনি কেন? তাই বকুনি ও মার তোমায় খেতে হবে।

এমন অনেক বার হয়েছে যে অজিতাভের ভুলের জন্য অমিতাভ বচ্চনকে বাবা মায়ের কাছে বকুনি ও মার খেতে হয়েছে। প্রসঙ্গত অজিতাভ বচ্চন এখন একজন সফল ব্যবসায়ী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button