সিনেমা হলে পপকর্নের দাম এত বেশি কেন, ফাঁস করলেন বিগ বি
সিনেমা দেখার সঙ্গে পপকর্ন খাওয়ার সংযোগ বহুদিনের। কিন্তু সিনেমা হলগুলি বা মাল্টিপ্লেক্সগুলিতে পপকর্নের দাম এত বেশি কেন তার উত্তর দিলেন বিগ বি।
সিনেমা হলে গেলে অনেকেই পপকর্ন খেয়ে থাকেন। সিনেমা দেখার সময় পর্দা থেকে চোখ না সরিয়েই অনেকে হাতে ধরা পপকর্ন একটা একটা করে মুখে পাচার করতে থাকেন। সিনেমা দেখার সঙ্গে পপকর্নের সঙ্গত তাই আজকের নয়। এ যুগলবন্দি বহুকালের।
একসময় যে পপকর্ন মানুষকে কাগজের ঠোঙায় করে দেওয়া হত, তা এখন সুদৃশ্য কাগজ বোর্ডের প্যাকে দেওয়া হয়। এটুকুই যা ফারাক হয়েছে। পপকর্নের গায়ে কতক মশলার প্রলেপও বেড়েছে। কিন্তু এখন সিনেমা হলে বা মাল্টিপ্লেক্সে পপকর্ন কেনাটা নেহাত সহজ হচ্ছেনা।
সামান্য পপকর্নের যে দাম পড়ছে তাতে অনেকেই দাম শুনে পিছিয়ে যাচ্ছেন পপকর্ন কেনা থেকে। কিন্তু কেন পপকর্নের এত দাম মাল্টিপ্লেক্স বা সিনেমা হলে? এর এক অন্য উত্তর দিলেন অমিতাভ বচ্চন।
তিনি একটি অনুষ্ঠানে আসা প্রতিযোগীকে বলেন, পপকর্ন কিনতে গিয়ে কেউ একটা বড় টাব নিলেন। এটা সাধারণভাবে প্রেমিক প্রেমিকা নিয়ে থাকেন। তারপর তাঁরা হলে সিনেমা দেখতে থাকেন।
প্রেমিক পপকর্ন অফার করেন প্রেমিকাকে। এবার ২ জনে একটা একটা করে পপকর্ন ওই একই টাব থেকে মুখে পুড়তে থাকেন। একই টাব থেকে পপকর্ন নেওয়ার সময় ২ জন একে অপরের হাত ছোঁয়ার বা হাত ধরার সুযোগ পাচ্ছেন।
এ কারণেই পপকর্নের দাম এমন আকাশছোঁয়া হয় মাল্টিপ্লেক্সে। উত্তরটার সঙ্গে বাস্তবের সম্পর্ক নেই। নেহাত মজা করেই পপকর্নের দাম বৃদ্ধির একটা কারণ দেখালেন অমিতাভ বচ্চন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা