তাঁর বাবা কত টাকা মাইনে পেতেন তাও বলে দিলেন অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন নিজের পারিবারিক অনেক কথাও এখন সকলের সঙ্গে ভাগ করে নেন। এবার তো তিনি তাঁর বাবার মাইনেও সকলকে বিনা দ্বিধায় জানিয়ে দিলেন।
তাঁর বাবা হরিবংশ রাই বচ্চন কত টাকা মাইনে পেতেন সেকথা এবার প্রকাশ্যে বলে দিলেন অমিতাভ বচ্চন। সাধারণত মাইনে কে কত পান তা ফলাও করে কেউ প্রচার করেননা। গুটিকয়েক মানুষই সে খবর জানতে পারেন।
কিন্তু অমিতাভ বচ্চন খোলাখুলি তাঁর বাবার মাইনে পর্যন্ত সকলকে জানাতে দ্বিধা বোধ করলেন না। এখন তো গোটা ভারত জেনে গেছে অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রাই বচ্চন কত টাকা মাইনে পেতেন।
কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে এক প্রতিযোগীর চেকে সই করার সময় পেন থেকে কোনও কারণে কালি ঠিকমত পড়ছিল না। তাই অমিতাভ পেনের নিবটি নিজের জিবে একবার ঠেকিয়ে তারপর সই করার চেষ্টা করেন।
এটা দেখে অবাক হয়ে প্রতিযোগী জিজ্ঞেস করেন এটা তো তাঁর অভ্যাস। অমিতাভ বচ্চনও এভাবে পেন সচল করার চেষ্টা করেন? অমিতাভ জানান এটা তাঁর অনেক পুরনো অভ্যাস। ছোটবেলার অভ্যাস।
কেন এমন অভ্যাস? অমিতাভ জানান, ছোটবেলায় তাঁদের পেন কেনার অর্থ জোগাড় করাও কষ্টসাধ্য ছিল। তাঁর বাবা সে সময় ৪০০ থেকে ৫০০ টাকা মাইনে পেতেন। তা দিয়ে চলত পুরো পরিবার।
ফলে পরিবারে যথেষ্ট অনটন ছিল। তারপরেও তাঁরা স্কুলে ঠিকঠাক পড়াশোনা করতে পেরেছেন। সেই সময় থেকে হাতে থাকা পেনকে সচল করতে পেনের নিব জিবে ঠেকিয়ে নেওয়ার অভ্যাস তৈরি হয় অমিতাভের। এটা বলতে তিনি দ্বিধা করেননি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা