অযোধ্যায় বাড়ি তৈরির জন্য জমি কিনলেন অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন নতুন বাড়ি বানাতে চান। এজন্য জমিও কিনলেন। তবে এবার আর মুম্বই শহরে নয়। কিনলেন অযোধ্যায়।
মুম্বই শহরেই কিংবদন্তি বলিউড তারকা অমিতাভ বচ্চনের ৩টি বাড়ি। তার একটি বাড়ি তিনি মেয়ে শ্বেতা বচ্চনের নামে লিখেও দিয়েছেন সম্প্রতি। ফলে অমিতাভ বচ্চনের এই ৮১ বছর বয়সে নতুন বাড়ি তৈরির দরকার রয়েছে কি? হয়তো নেই। কিন্তু হৃদয়ের চাহিদা বলেও একটি বিষয় মানুষের মনে কাজ করে।
একটা ইচ্ছা। সেই ইচ্ছাপূরণ করতে এবার অমিতাভ বচ্চন জমি কিনলেন। ১০ হাজার বর্গফুটের সেই জমিতেই তৈরি হবে তাঁর নতুন বাড়ি। যা সরযূ নদীর তীরে তৈরি হবে।
সবচেয়ে বড় কথা এই বাড়ি তৈরি হবে রাম মন্দিরের একদম কাছে। রাম মন্দির থেকে ১৫ মিনিটের পথ। শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০ মিনিটের পথ।
যেখানে তিনি জমি নিয়েছেন সেখানে একটি অত্যন্ত বর্ধিষ্ণু নগর তৈরি করা হচ্ছে অযোধ্যায়। যার নাম দেওয়া হয়েছে সরযূ। সরযূ নদীর গা ঘেঁষে তৈরি হচ্ছে এই বিলাসবহুল বর্ধিষ্ণু নগর। অমিতাভ বচ্চন সাড়ে ১৪ কোটি টাকা ব্যয় করে এখানেই জমিটি কিনেছেন।
অমিতাভ বচ্চন জানিয়েছেন অযোধ্যা শহরটির তাঁর হৃদয়ে এক আলাদাই জায়গা রয়েছে। এই শহরেই তাই তিনি জমি কিনলেন। যে সংস্থা এই নগর নির্মাণ করছে সেই এইচওএবিএল অমিতাভ বচ্চনের জন্য বাড়ি তৈরি করার সুযোগ পেয়ে আপ্লুত।
বিশ্ব আধ্যাত্ম্য রাজধানী অযোধ্যায় তাদের প্রকল্পে অমিতাভ বচ্চন বাড়ি তৈরি করছেন এটা তাদের কাছে গর্বের বলে মনে করছে সংস্থা। এদিকে অমিতাভ বচ্চন নিজেও উত্তরপ্রদেশের বাসিন্দা। একসময়ের এলাহাবাদের পরিবারে বড় হয়ে ওঠা তাঁর। যে এলাহাবাদ এখন প্রয়াগরাজ নামে বিখ্যাত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা