
প্রখ্যাত পাকিস্তানি কাওয়ালি গায়ক আমজাদ সাবরিকে গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা। তাঁর গাড়ির চালক ও তাঁর এক সঙ্গীর গুলিতে মৃত্যু হয়। ৪৫ বছরের সবরির মাথা ও বুকে গুলি লাগে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বন্দর শহর করাচিতে। পুলিশ জানিয়েছে, করাচির লিকুয়াতাবাদ এলাকা দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন সাবরি। সিগনালে যখন গাড়ি দাঁড়িয়ে ঠিক তখনই মোটরসাইকেলে করে এসে ৩ দুষ্কৃতী তাঁদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় গাড়িতে সওয়াল সাবরি সহ তাঁর চালক ও সঙ্গী। রীতিমত পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটান হয়েছে বলে দাবি করেছে পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় সাবরিকে আব্বাসি সাহিদ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।