তাঁর ডেবিউ ফিল্ম ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ২’ মুক্তির মুখে অনেক কথা খোলাখুলিই প্রকাশ করলেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে। এখন তিনি ২০ বছরের তরুণী। ঝকঝকে সুন্দরী অনন্যার দাবি তিনি কিন্তু ছোট থেকেই স্বপ্ন দেখতেন তিনি বলিউডে অভিনয় করবেন। অনেকেই মনে করেন তিনি যেহেতু সিনেমার পরিবার থেকেই আসছেন, তাই স্বপ্ন দেখার তাঁর কিছু নেই। তিনি তো এমনিই চান্স পাবেন! কিন্তু অনন্যার দাবি সিনেমার পরিবার থেকে এলেও তাঁর স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। ছোট থেকে তাঁর সেই স্বপ্নের সঙ্গে তাঁর পরিবারের বলিউড যোগের কোনও সম্পর্ক নেই। তাই বাবা নায়ক বলেই তাঁর অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখার দরকার নেই এমন কিছু নয়।
এ প্রশ্ন বার বার ওঠে যে বাবা-মা বা পরিবারের অন্য কেউ আগে থেকে বলিউডে যুক্ত থাকলে তাঁর আর প্রতিভার দরকার নেই। পরিবারের সাহায্যেই ছেলে মেয়েরা সিনেমায় সুযোগ পেয়ে যান। বলিউডে এখন অমুকের মেয়ে আর তমুকের ছেলেরাই কার্যত শাসন করছেন। বাইরে থেকে এসে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করা তরুণ তরুণীর সংখ্যা তুলনায় কম। এই অবস্থায় অনন্যাকেও এমন কিছু মন্তব্যের যে মুখোমুখি হতে হবে তাতে আর অবাক হওয়ার কী আছে। তবে অনন্যার দাবি তিনি স্বপ্ন দেখেছেন। নিজেকে প্রমাণ করেছেন। তাই সিনেমায়। এখানে পরিবারের সাহায্যের প্রশ্ন উঠছে না।
অনন্যার অনুরোধ মানুষ যেন তাঁকে এভাবে বলিউড পরিবারের মেয়ে বলেই সুযোগ পেয়েছেন এমনটা না ভেবে নিয়ে ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ২’ সিনেমাটিতে তাঁর অভিনয় দেখার পর তাঁর সম্বন্ধে কিছু বলেন। তাঁর মূল্যায়ন করেন। তবে নিজের সম্বন্ধে এমন কথা বললেও অনন্যা মেনে নিয়েছেন বলিউডে স্বজনপোষণ আছে। পাশাপাশি তাঁর দাবি শুধু বলিউড বলেই নয়, অন্য অনেক ক্ষেত্রেই স্বজনপোষণ রয়েছে। অনন্যা পাণ্ডে অভিনীত ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ২’ মুক্তি পেল শুক্রবার, ১০ মে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা