Feature

পৃথিবীর শেষ আদিবাসী, যাঁরা জানেননা বাকি পৃথিবীর মানুষ কেমন দেখতে

পৃথিবীতে যেখানেই মানুষের বাস সেখানেই অন্য জায়গা থেকে মানুষ পৌঁছেছেন। তাঁদের চিনেছেন, জেনেছেন। কিন্তু এ দেশেই এমন কিছু মানুষ আছেন যাঁদের পৃথিবী চেনে না।

পৃথিবীতে যেমন শহর, গ্রাম রয়েছে, তেমনই রয়েছে গহন অরণ্যে বা পাহাড়ের কোলে বা সমুদ্রের মাঝের দ্বীপে আদিবাসীদের বাস। তাঁরা তাঁদের মতই থাকেন। তবে অন্য কোথাও থেকে মানুষ গেলে তাড়িয়ে দেন না। তাঁরা হয়তো তাঁদের প্রকৃতির কোলের বাসস্থান ছেড়ে, তাঁদের সংস্কৃতি ছেড়ে বাইরে বার হন না।

তাঁদের বাইরের মানুষ সেজন্য জোরও দেয়না। কিন্তু তাঁদের পরিচয় রয়েছে পৃথিবীর সঙ্গে। অথচ বিশ্বের শেষ যেটুকু অংশ এমন রয়েছে যেখানে মানুষ আছেন, কিন্তু তাঁরা পৃথিবীকে চেনে না। আবার পৃথিবীর মানুষও তাদের সম্বন্ধে কিছু জানেনা। এমনই এক জনজাতি রয়েছে এই ভারতেরই অংশ হিসাবে।


আন্দামান দ্বীপপুঞ্জের ১টি দ্বীপ হল নর্থ সেন্টিনেল। সেই দ্বীপে বাস করেন একদল উপজাতি। তাঁরা সেন্টিনেলিজ নামেই পরিচিত। কিন্তু এঁরা অন্য আদিবাসীদের মত নন।

এঁরা বাইরের বিশ্বকে আজও তাঁদের ধারেকাছে ঘেঁষতে দেননি। ১৯৯১ সালে নৃতত্ত্ববিদ মধুমালা চট্টোপাধ্যায় এই জনজাতির মানুষদের সঙ্গে কিছুটা যোগাযোগ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু সেন্টিনেলিজরা কাউকে মেনে নেননি।


বরং যাঁরাই ওই দ্বীপে নামার চেষ্টা করেছেন তাঁদের নির্মম মৃত্যু হয়েছে ওই জনজাতির হাতে। ফলে ওই দ্বীপের মধ্যেটা কেমন বা ওই জনজাতি কীভাবে সেখানে বসবাস করে তা কারও জানা নেই।

ওই এক রহস্যই রয়ে গেছে। ভারত সরকার নিয়ম করে ওই দ্বীপে নামা বা ওই জনজাতির সঙ্গে যোগাযোগের চেষ্টা বন্ধ করে দিয়েছে।

তাই আজও ওই উত্তর সেন্টিনেল দ্বীপ রহস্যে মোড়া। সেখানে মানুষ থাকেন বটে, তবে তাঁদের সম্বন্ধে বিশ্বের কেউ কিছু জানেনা। তাঁরাও বিশ্বকে চিনতে রাজি নন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button