আন্দামানে পোর্ট ব্লেয়ার বলে আর কিছু রইল না
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম পোর্ট ব্লেয়ার। দ্বীপপুঞ্জের সবচেয়ে বর্ধিষ্ণু শহর। সেই পোর্ট ব্লেয়ার বলেই আর কিছু রইল না।
আন্দামান বললেই যে নামটা সকলেই বলে দিতে পারেন সেটা হল পোর্ট ব্লেয়ার। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার। পর্যটকরা পোর্ট ব্লেয়ারকে কেন্দ্র করেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভ্রমণ করেন।
এবার সকলের চেনা পোর্ট ব্লেয়ার আর রইল না। পোর্ট ব্লেয়ার নাম বদলে হয়ে যাচ্ছে ‘শ্রী বিজয় পুরম’। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডলে পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করার কথা ঘোষণা করেন।
তিনি জানান, ব্রিটিশ ঔপনিবেশিক ছাপ থেকে দেশকে মুক্ত করতেই পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনাকে সম্মান জানিয়েই এই নাম পরিবর্তন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী চান ভারত থেকে ব্রিটিশ ঔপনিবেশিক ছাপ মুছে যাক। পোর্ট ব্লেয়ারের নতুন নাম শ্রী বিজয় পুরম দেশের স্বাধীনতা আন্দোলনের বিজয় প্রতীক হয়ে থাকবে।
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌসেনা আধিকারিক আর্চিবাল্ড ব্লেয়ারের নামানুসারেই পোর্ট ব্লেয়ার নামটি দেওয়া হয়েছিল। স্বাধীন ভারতেও পোর্ট ব্লেয়ার নাম এতদিন বজায় ছিল। এবার তা বদলে গেল। শ্রী বিজয় পুরম নামে এবার থেকে পরিচিত হবে আন্দামান ও নিকোবরের রাজধানী।
নরেন্দ্র মোদী সরকারের আমলে এটাই প্রথম নাম বদল নয়। এর আগে অনেক জায়গার পুরনো নাম বদলে গেছে। এমনকি আন্দামান ও নিকোবরের অন্য একটি পরিচিত দ্বীপ রস আইল্যান্ডের নাম আগেই নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ড নামে বদলে গিয়েছে।