খেলা শুরুর আগেই রাসেল ঝড়, ভাঙলেন ক্যামেরার কাচ
কলকাতা নাইট রাইডার্স-এর ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা আন্দ্রে রাসেল এবার প্রথম ম্যাচে নামার আগেই দেখিয়ে দিলেন তিনি কতটা প্রস্তুত।
আবুধাবি : গত বার আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স-এর পারফরমেন্সের পুরোটাই দাঁড়িয়েছিল একজন খেলোয়াড়ের ওপর। তিনি আন্দ্রে রাসেল। বাকি গোটা দলটা কার্যতই সাদামাটা খেলা খেলে ছিটকে যায়।
একা আন্দ্রে যতটা পারেন রক্ষা করেন। কিন্তু ১১ জনের একটা দলে ১ জন কেবল ভাল খেললে তো আর দলকে টেনে তোলা যায়না। তবে এটা ঠিক কেকেআর খারাপ খেললেও আন্দ্রে রাসেল অন্য দলগুলির বুকে আতঙ্কের জন্ম দিতে পেরেছিলেন। আর দর্শকদের মন ভরিয়ে দিয়েছিলেন তাঁর মারকাটারি শটে।
গতবারের স্মৃতি এখনও তাজা সকলের কাছে। তাই এবারও রাসেলের কাছে অনেক প্রত্যাশা দর্শকদের। কেকেআর খেলতে নামছে বুধবার। তবে তার আগেই রাসেল তাঁর বিধ্বংসী ব্যাটিং শুরু করে দিলেন।
নেটে অনুশীলনের সময় রাসেলের ব্যাট কথা বলতে থাকে। তাঁকে পাওয়া যায় সেই পুরনো মেজাজে। এদিন অনুশীলন চলাকালীন তাঁর জোড়াল শটে একটি ক্যামেরার কাচ ভেঙে চৌচির হয়ে যায়।
কলকাতা নাইট রাইডার্স তাদের ট্যুইটার অ্যাকাউন্টে রাসেলের সেই বিধ্বংসী ব্যাটিংয়ের কিছু ঝলক তুলে ধরেছে। সেইসঙ্গে ১৪ সেকেন্ডের ভিডিওটিতে জানিয়েও দিয়েছে ভিডিওটি যেন শেষ পর্যন্ত দেখা হয়।
কেন তা লেখা হয়েছে তা ভিডিওটি পুরোটা দেখলেই পরিস্কার। শেষে রয়েছে সেই শট যেটা সপাটে এসে লাগে ক্যামেরার কাচে। ভেঙে যায় কাচ।
বুধবার কলকাতা নাইট রাইডার্স এই আইপিএল-এর প্রথম খেলায় নামতে চলেছে। প্রতিপক্ষ গতবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচে রোহিত শর্মার মুম্বই হেরেছে ধোনির চেন্নাইয়ের কাছে। তবে দলের ভারসাম্য যথেষ্ট ভাল। দলে রয়েছেন রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়ার মত ব্যাটসম্যান।
কলকাতার বড় ভরসা আন্দ্রে রাসেল। এছাড়া বোলিং শক্তিশালী করতে এবার দলে রয়েছেন প্যাট কামিন্সের মত ফাস্ট বোলার। তাছাড়া স্পিন আক্রমণ তো রয়েছেই।
আপাতত বুধবারের অপেক্ষা। মরুরাজ্যে আন্দ্রে রাসেলের বালি ঝড় দেখতে মুখিয়ে সকলেই। আবু ধাবির মাঠে কেকেআর কেমন খেলে তা দেখতে মুখিয়ে কলকাতার ফ্যানেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা