জনপ্রিয় টিভি শো করতে গিয়ে হাসপাতালে বিখ্যাত ক্রিকেটার
বিশ্বের এক অন্যতম পরিচিত চ্যানেলের একটি শো-তে অংশ নিয়ে চোট পেলেন এক বিখ্যাত ক্রিকেটার। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ক্রিকেট খেলে টুকটাক যে চোট আঘাত পাননি এমনটা নয়, কিন্তু টিভিতে শো করতে গিয়েও আঘাত পেতে হল তাঁকে। বিবিসি-র একটি শো-তে তিনি অংশ নিয়েছিলেন। বিবিসি-র একটি জনপ্রিয় শো-তে অংশ নিয়ে তাঁকে অবশ্য স্টুডিওতেই বন্দি থাকতে হয়নি। তিনি গিয়েছিলেন খোলা আকাশের নিচে একটি গাড়ি দৌড়ের ট্র্যাকে।
যদিও সেই ট্র্যাকে তাঁকে গাড়ি নিয়ে প্রবল গতিতে ছুটতে হয়নি। তিনি চালাচ্ছিলেন সাধারণ গতিতে। যেমন আর পাঁচটা গাড়ি নিয়ে মানুষ রাস্তা দিয়ে যান।
কিন্তু সেই গতিতে থাকা গাড়িও আচমকা দুর্ঘটনার কবলে পড়ে। টপ গিয়ারস টেস্ট ট্র্যাকে তিনি আঘাত পান। দ্রুত তাঁকে সেখানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শোয়ের শ্যুটিং বন্ধ হয়। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নিয়ে ছোটা হয় হাসপাতালে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
হাসপাতালে থাকলেও তাঁর আঘাত প্রাণঘাতী নয় বলে স্পষ্ট করা হয়েছে। গাড়িটি গতিতে না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফের এই আঘাতের কথা দ্রুত ছড়িয়ে পড়ে। ঘনিষ্ঠ মহলে ফ্লিনটফ পরিচিত ফ্রেডি নামে। ফ্রেডি কেমন আছেন তার খবর নেন অনেক ক্রিকেটার।
ইংল্যান্ডের সারে-তে একটি টপ গিয়ারস টেস্ট ট্র্যাকে এই দুর্ঘটনা ঘটে। প্রসঙ্গত ৪ সন্তানের পিতা ফ্লিনটফের অবশ্য গাড়ি দুর্ঘটনা প্রথম নয়। এর আগেও তিনি গাড়ি নিয়ে একবার রাস্তার ধারের একটি ফুড স্টলে ঢুকে পড়েছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা