ইউরোপের সর্ববৃহৎ অর্থনীতির নাম জার্মানি। সেই দেশের চ্যান্সেলর হিসাবে ফের নির্বাচিত হলেন আঙ্গেলা মের্কেল। এই নিয়ে পরপর ৪ বার তিনি জার্মান পার্লামেন্টে সাংসদদের ভোটাভুটিতে নিজের অবস্থান ধরে রাখার সুযোগ পেলেন।
২০০৫ সালে প্রথমবারের জন্য জার্মানির সর্বোচ্চ প্রশাসনিক পদ চ্যান্সেলরের দায়িত্ব পান আঙ্গেলা মের্কেল। তারপর ইউরোপ জুড়ে আর্থিক মন্দা, বিভিন্ন দেশের দুর্দশাগ্রস্ত অবস্থা, আর্থিক দিক থেকে গ্রিস, ইতালি, পর্তুগালের মত এক এক করে দেশের মুখ থুবড়ে পড়া। এমন নানা ঝড়ই বয়ে গেছে ইউরোপের ওপর দিয়ে। কিন্তু নিজেদের অর্থনীতির ওপর এর আঁচড়টি লাগতে দেননি মের্কেল।
ওই পরিস্থিতিতে জার্মানি শুধু নিজেদের শক্তিশালী আর্থিক ভিতের ওপর দাঁড় করিয়েই রাখেনি, অন্যান্য দেশের দিকে ইউরোর তরফে আর্থিক সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে বারবার। এমন একজন বিচক্ষণ চ্যান্সেলরকে ফের নির্বাচিত করলেন সে দেশের সাংসদরা। বুধবার ৩৬৪-৩১৫ ভোটের ব্যবধানে জয়ী হন আঙ্গেলা মের্কেল।