অ্যাঙ্গোলার ইউইগ শহরে একটি ফুটবল ম্যাচ চলাকালীন দর্শকদের মধ্যে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ১৭ জনের। যারমধ্যে বেশ কয়েকজন শিশু বলে জানিয়েছে পুলিশ। অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ফলে মৃতের সংখ্যা বাড়তেও পারে বলে মনে করছে পুলিশ।
অ্যাঙ্গোলা পুলিশ জানিয়েছে, অ্যাঙ্গোলার ঘরোয়া লিগে দুই অন্যতম প্রতিপক্ষ সান্টা রিটা দে কাসিকা ও রিক্রিয়েটিভো দে লিবোলো নামে দুই টিমের মধ্যে খেলা চলছিল। স্টেডিয়াম ছিল কানায় কানায় ভর্তি। এই অবস্থায় শতাধিক দর্শক বাইরে থেকে দর্শক ঠাসা স্টেডিয়ামে জোর করে প্রবেশ করার চেষ্টা করেন। তাতেই হুড়োহুড়ি লেগে যায়। বেশ কয়েকজন টাল সামলাতে না পেরে পড়ে যান। তাঁদের মাড়িয়েই ছুটে চলে যান অনেকে। ফলে পদপিষ্ট হয়ে বা দম আটকে অনেকের মৃত্যু হয় বা অনেকে গুরুতর আহত হন। ঘটনার তদন্ত শুরু করেছে অ্যাঙ্গোলা পুলিশ।