তাঁর মুখে সুপারহিট ঝাকাস প্রাণ পেল কীভাবে, ৩৮ বছর পর জানালেন অনিল কাপুর
চিত্রতারকা অনিল কাপুরের একটি বিশেষ শব্দ আছে। সেই ঝাকাস শব্দটি এখনও নানা ভাবে ব্যবহার করেন অনিল। সেই শব্দ প্রাণ পেল কীভাবে, ৩৮ পর সেকথা জানা গেল।
অনিল কাপুর এমন এক অভিনেতা যিনি নিজের একটি যুগ তৈরি করতে পেরেছিলেন। সেই সঙ্গে সময়ের সঙ্গে নিজেকে বদলে ফেলতেও তাঁর জুড়ি নেই। তাই এখনও তিনি সমানভাবে প্রাসঙ্গিক।
সেই অনিল কাপুরের মুখে ঝাকাস শব্দটি বেশ জনপ্রিয়। বিশেষ ভঙ্গিতে ঝাকাস শুনলেই যে কেউ বলে দেবেন অনিল কাপুর বলছেন।
সেই অনিল কাপুর এবার স্মৃতির অলিন্দে ফিরে গেলেন। ৩৮ বছর আগে এই ঝাকাস শব্দের প্রাণ পাওয়ার কথা এতদিন পর ভাগ করে নিলেন সকলের সঙ্গে।
১৯৮৫ সালে অনিল কাপুর ও জ্যাকি শ্রফের যুদ্ধ সিনেমাটি বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল। দারুণভাবে সফল হয় সেই সিনেমা। তারপর ৩৮ বছর কেটে গেছে।
৩৮ বছর পর যুদ্ধ সিনেমাটি সম্বন্ধে বলতে গিয়ে এবার অনিল কাপুর জানালেন সেই সিনেমা থেকেই তাঁর মুখে ঝাকাস চিরন্তন হয়ে গেল। ঝাকাস প্রাণ পেল যুদ্ধ সিনেমায় তাঁর মুখে। তারপর কতবার যে সেই বিশেষ ভঙ্গিতে ঝাকাস বলাটা ফিরে এসেছে তা গুনে বলা যাবেনা। অনিল কাপুর মানেই ঝাকাস।
প্রসঙ্গত যুদ্ধ সিনেমায় তাঁর অভিজ্ঞতার কথাও ভাগ করে নেন অনিল। জানান সেখানে হেমা মালিনীর সঙ্গে নাচের সুযোগ পেয়ে তিনি কতটা আপ্লুত ছিলেন। আবার টিনা মুনিমের মত অভিনেত্রীর সঙ্গে কাজ করাটাও কতটা দারুণ অভিজ্ঞতা।
অনিল কাপুরকে আগামী দিনে ফাইটার সিনেমায় হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা যেতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা