মুম্বই : করোনার থাবা বলিউডে আগেই বসেছে। এবার ফের বলিউডে শোকের ছায়া নামিয়ে আনল করোনা। করোনায় মৃত্যু হল বলিউডের অন্যতম প্রযোজক অনিল সুরির। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। করোনা পজিটিভ পাওয়ার পর অনিল সুরিকে নিয়ে চলতি সপ্তাহের শুরু থেকেই চিন্তায় ছিলেন তাঁর পরিবারের লোকজন। তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল লীলাবতী হাসপাতালে। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় হিন্দুজা হাসপাতালে।
প্রয়াত অনিল সুরির ভাই রাজীব সুরি জানান, তাঁর দাদাকে লীলাবতী ও হিন্দুজা ২ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হলেও সেখানে বেড নেই বলে জানিয়ে দেওয়া হয়। ফলে গত বুধবার তাঁকে অ্যাডভান্সড মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হয় গত বৃহস্পতিবার বিকেলে। আর সন্ধেয় তাঁর মৃত্যু হয়।
অনিল সুরির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ভাই। সত্তরের দশক থেকেই প্রয়োজক হিসাবে তিনি পরিচিত ছিলেন বলিউডে। অনিল সুরির স্ত্রী ও ২ সন্তান রয়েছেন। করমযোগী, রাজ তিলক সহ অনেক সিনেমার প্রযোজক ছিলেন তিনি। বলিউডে ছিলেন সুপরিচিত। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউডের অনেক ব্যক্তিত্ব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা