৭ বছর আগে জন লোকপালের দাবিতে গোটা ভারতে ঝড় তুলেছিলেন আন্না হাজারে। দিল্লির রামলীলা ময়দানে তাঁর অনশন গোটা দেশের মানুষের একমাত্র আলোচ্য হয়ে উঠেছিল সেদিন। প্রবল ফাঁপরে পড়ে দৌত্য শুরু করেছিলেন কপিল সিব্বলের মত তৎকালীন ইউপিএ সরকারের তাবড় মন্ত্রী। তারপর অবশ্য মহারাষ্ট্রের বাসিন্দা এই ছোটখাটো চেহারার দৃঢ় মনস্ক আন্না হাজারেকে সেভাবে আর প্রকাশ্যে আন্দোলনে যুক্ত হতে দেখা যায়নি। তবে শুক্রবার তিনি ফিরে এলেন। সেই দিল্লির রামলীলা ময়দানেই। এবারও সেই জন লোকপালের দাবি। আন্নার দাবি লোকপাল নিয়োগে ব্যর্থ কেন্দ্র। কেন্দ্রে লোকপাল নিয়োগ ও রাজ্যে লোকায়ুক্ত নিয়োগ নিয়ে এবার ফের সোচ্চার হয়েছেন আন্না হাজারে। তবে এবার আর লোকপাল একা নয়। তারসঙ্গে যুক্ত হয়েছে কেন্দ্রের প্রতি কৃষক বঞ্চনা নিয়ে প্রবল বিদ্বেষ। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে আন্না হাজারে তাঁর ক্ষোভ উগড়ে দিয়েছেন।
কেন্দ্র কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করছে বলে দাবি করে শুক্রবার থেকে ফের অনির্দিষ্টকালের অনশন শুরু করলেন আন্না। আন্না হাজারে এদিন ক্ষোভ উগরে দিয়ে বলেন যাঁরা তাঁরসঙ্গে প্রতিবাদে সামিল হতে এদিন দিল্লি আসছিলেন তাঁদের ট্রেন পর্যন্ত বাতিল করে দিয়েছে কেন্দ্র।