ভারতীয় মার্গ সঙ্গীতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র অন্নপূর্ণা দেবীর মৃত্যু হল মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। বয়স হয়েছিল ৯১ বছর। ভোর ৩টে ৫১ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। অন্নপূর্ণা দেবীর পিতা ছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব। ফলে জ্ঞান হওয়া থেকেই ভারতীয় মার্গ সঙ্গীতের সুর তাঁর কানে বেজেছে। ৪ ভাইবোনের কনিষ্ঠ ছিলেন তিনি। ওস্তাদ আলি আকবর খাঁ সাহেব ছিলেন তাঁর দাদা।
খুব ছোট বয়স থেকেই ছিল সেতারে ঝোঁক। বাদ্য হিসাবে সেতারকেই বেছে নিয়েছিলেন অন্নপূর্ণা দেবী। পছন্দের ছিল সুরবাহার। মধ্যপ্রদেশের মৈহারের মেয়ে অন্নপূর্ণা দেবীর হাত ধরেই কার্যত মৈহার ঘরানার বিকাশ। তাঁর মৃত্যুতে ভারতীয় মার্গ সঙ্গীতে একটা বড় শূন্যস্থান সৃষ্টি হল। এদিন ট্যুইট করে তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।