Entertainment

পড়ুয়া হয়ে উঠেছেন দুপুর ঠাকুরপোর ঝুমা বৌদি, ৩০টি বই নিয়ে কাটছে দিন

বাংলায় দুপুর ঠাকুরপো নামে একটি ওয়েব সিরিজের জন্য ঝুমা বৌদিকে চিনে যান বাঙালিরা। সেই ঝুমা বৌদিই এখন ৩০টি বই নিয়ে হিমসিম খাচ্ছেন।

বিভিন্ন সিনেমায় তাঁকে নানা চরিত্রে দেখতে পাওয়া গিয়েছে। মূলত লাস্যময়ী নায়িকার চরিত্রে পর্দা কাঁপিয়েছেন তিনি। এক সময় বিগ বস ১০-এর অন্যতম প্রতিযোগীও ছিলেন।

ভোজপুরী সিনেমার এই প্রগলভ নায়িকা বাঙালি হলেও তাঁর পরিচিতি ভোজপুরী সিনেমার জগতে। বাংলা তাঁকে চিনে যায় ওয়েব সিরিজ দুপুর ঠাকুরপো-র হাত ধরে।


মোনালিসা অবশ্য তাঁর আসল নাম নয়। অন্তরা বিশ্বাস রূপোলী পর্দায় রাতারাতি হয়ে যান মোনালিসা। তারপর থেকে তাঁকে ওই নামেই সকলে চেনেন।

মোনালিসা এবার অভিনয় করতে চলেছেন হসরতে নামে ওয়েব সিরিজে। সেখানে তিনি এক মহিলা কবির চরিত্রে অভিনয় করবেন।


সেই মহিলা কবির চরিত্রটি হল প্রগলভ লাস্যময়ী। এমন একটি চরিত্রকে ফুটিয়ে তুলতে গেলে হোমওয়ার্ক দরকার বলে মনে করেন মোনালিসা। সেটাই করছেন তিনি।

মোনালিসা এখন ব্যস্ত ৩০টি বই নিয়ে। এই বইগুলি পড়ে তাঁর চরিত্রকে চেনার বোঝার চেষ্টা করছেন তিনি। বোঝার চেষ্টা করছেন ঠিক কীভাবে চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তোলা যেতে পারে।

একজন অভিনেত্রী হিসাবে তাঁর এই হোমওয়ার্ক যথেষ্ট শিক্ষণীয় নতুন অভিনয় জগতে পা রাখা তরুণ তরুণীদের জন্য। যদিও মোনালিসা ৩০টি উপন্যাসের পাতা খুঁড়ে খুব একটা যে রসদ জোগাড় করতে পেরেছেন তা নয়।

তাঁর মতে, সব কাহিনিই পুরুষকেন্দ্রিক। তাই বই বলেই নয়, নিজের বন্ধুদের সঙ্গেও চরিত্রটি নিয়ে আলোচনা করছেন মোনালিসা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button