অ্যাটলেটিকো মাদ্রিদের তারকা তথা বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স দলের অন্যতম নক্ষত্র আঁতোয়া গ্রিজম্যানকে রেকর্ড দামে ৫ বছরের জন্য কিনল বার্সেলোনা। ৫ মরসুমের জন্য চুক্তি হয়েছে গ্রিজম্যানের সঙ্গে। যদিও গ্রিজম্যানকে দলে নিতে মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হয়েছে বার্সেলোনাকে। অ্যাটলেটিকো মাদ্রিদে খেলা গ্রিজম্যানকে সেখান থেকে তুলে এনে এফসি বার্সেলোনাতে যোগদান করাতে ১২০ মিলিয়ন ইউরো দিতে হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে।
অ্যাটলেটিকো মাদ্রিদ গ্রিজম্যানকে রিলিজ করার পর তিনি বার্সেলোনায় সই করেন। ৩০ জুন ২০২৪ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি হয়েছে। তবে এর মাঝে তাঁকে অন্য দল কিনতে চাইলে বার্সেলোনাকে ৮০০ মিলিয়ন ইউরো দিয়ে তাঁকে নিয়ে যেতে হবে। এদিকে গ্রিজম্যানের মত ফরোয়ার্ড দলে আসায় আগামী দিনে বার্সেলোনা অবশ্যই ক্লাব ফুটবলের অন্যতম শক্তিশালী দল হতে চলেছে বলে মেনে নিচ্ছেন ফুটবল বিশেষজ্ঞেরা।
২৮ বছর বয়সী এই ফুটবল তারকা বার্সেলোনার সঙ্গে যুক্ত হওয়ার পর তাঁকে হয়তো দ্রুত সামনে আনতে চলেছে বার্সেলোনা। সংবাদ মাধ্যমের সামনে তাঁকে বার্সেলোনার ফরোয়ার্ড হিসাবে নিয়ে আসা হবে। আগামী ১৫ জুলাই থেকে বার্সেলোনা তাদের সামনের মরসুমের অনুশীলন শুরু করতে চলেছে। সেই অনুশীলনেও যোগ দিতে পারেন গ্রিজম্যান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা