চতুর্থ দফার ভোটের দিন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা যখন বীরভূমে তৃণমূলের সেনাপতি অনুব্রত মণ্ডলের বক্তব্য নিতে হাজির, তখনই তাঁদের সকলকে অবাক করে সেখানে হাজির হন অনুপম হাজরা। প্রাক্তন তৃণমূল সাংসদ অনুপম হাজরা তৃণমূল ছেড়ে সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁকে যাদবপুর থেকে প্রার্থীও করেছে পদ্ম শিবির।
সেই অনুপম হাজরা বোলপুরে ভোট দেওয়ার পর সকলকে অবাক করে সটান হাজির হন অনুব্রত মণ্ডলের কাছে। প্রণাম করেন। অনুব্রত তাঁকে খেয়ে যেতে বলেন। ফলে খাওয়া দাওয়ায় সেখানেই করেন। হাসিমুখে অনুব্রতকে জড়িয়ে ধরে ফোটোও তোলেন। আর খুব স্বাভাবিকভাবেই তাঁর এই কাণ্ড দেখে বেজায় চটে যায় বিজেপি নেতৃত্ব।
বিজেপি নেতৃত্বের সেই রোষ কিনা জানা নেই, তবে মঙ্গলবার অনুপম অনেকটা ঘুরে গিয়ে জানিয়ে দিলেন গোটাটাই তৃণমূলের সাজানো। তিনি অনুব্রত মণ্ডলের মায়ের মৃত্যুর কথা জেনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন। কিন্তু সেখানে আগে থেকে সংবাদমাধ্যমকে ডেকে তৃণমূল গোটা বিষয়টাকে রাজনৈতিক রং দিয়েছে। অনুব্রত মণ্ডল সোমবার বলেছিলেন অনুপম যদি দলে ফিরে আসতে চায় তবে তিনি তাঁকে ফিরিয়ে নেবেন। এদিন সে কথাও খণ্ডন করেন অনুপম।
অনুপম এদিন দাবি করেন যাদবপুরের বিজেপি কর্মী সমর্থকদের মনোবল ভেঙে দিতেই তৃণমূল এই খেলাটা খেলেছে। অনুব্রত মণ্ডলের বাড়িতে তাঁর পুরো কথাবার্তাও মিডিয়া দেখাচ্ছে না। তাঁর আরও দাবি, অনুব্রত মণ্ডলের জন্যই তাঁকে এক সময়ে দল ছাড়তে হয়েছিল। অনুপম হাজরার পাশে দাঁড়িয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতা মুকুল রায়ও বলেছেন অনুপমকে নিয়ে অনুব্রতর বাড়িতে তৃণমূল রাজনৈতিক ষড়যন্ত্র করেছে।