অভিনেতা হিসাবে একটা দীর্ঘ পথ অতিক্রম করেছেন। বহু অভিজ্ঞতা তাঁর ঝুলিতে। একাধারে সিনেমা ও স্টেজে অভিনয় করেছেন। দেশের অন্যতম বলিষ্ঠ অভিনেতা হিসাবে তাঁর সুনামও রয়েছে। সেই অনুপম খের গিয়েছিলেন নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের টিচ স্কুল অফ আর্টস-এ হাজির হন তিনি। ড্রামা স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের ক্লাসে যান। অবশ্যই আমন্ত্রণমূলক ছিল তাঁর উপস্থিতি।
সেখানে ক্লাসের প্রতিটি ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলেন তিনি। অভিজ্ঞতা শেয়ার করেন। তাঁর জীবনে অভিনয় এল কীভাবে তাও বলেন। জানান সিনেমার পর্দায় তাঁর আসার কাহিনি। এছাড়া অভিনয় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন। ছাত্রছাত্রীদের জানান। একজন শিক্ষকের মত করে বোঝান সবকিছু। ছাত্রছাত্রীরাও তাঁর কথা মন দিয়ে শোনেন।
পড়ুন : কেন অনুপম খেরকে চুম্বন করতে চাননি অর্চনা পূরণ সিং, জানালেন সেকথা
অনুপম খের পরে জানান, ছাত্রছাত্রীরা সকলেই ভীষণ প্রতিভাবান। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাসের পড়ুয়ারা অত্যন্ত বুদ্ধিমান বলেও সার্টিফিকেট দেন তিনি। অনুপম মনে করেন পড়ুয়াদের সঙ্গে তিনি যে বিষয়গুলি ভাগ করে নিয়েছেন তা তাঁদের সুদূর ভবিষ্যতে অত্যন্ত কাজে লাগবে। হালে একটি মেডিক্যাল ড্রামা ‘নিউ আমস্টারডাম’-এ চিকিৎসক বিজয় কাপুরের চরিত্রে অভিনয় করছেন অনুপম খের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা