সিনেমার শ্যুটিং চলাকালীন মাথায় আঘাত পেলেন অনুপম খের
সিনেমার শ্যুটিং চলছিল। আদালত কক্ষের মধ্যের দৃশ্য ক্যামেরাবন্দি করা হচ্ছিল। তখনই ঘটে যায় ঘটনাটা। সিনেমার শ্যুটিং চলাকালীন মাথায় আঘাত পান অনুপম খের।
বলিউডের প্রথমসারির অভিনেতাদের তালিকায় অবশ্যই অনুপম খের একটি উজ্জ্বল নাম। বর্ষীয়ান অভিনেতা এদিন শ্যুটিং করছিলেন কাগজ ২ সিনেমার।
দৃশ্যটি একটি আদালত কক্ষের। সেখানে প্রচুর মানুষের ভিড়। একটি টানটান সওয়াল জবাব হবে। যা ক্যামেরাবন্দি হবে সিনেমার জন্য।
অনুপম খের ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সতীশ কৌশিক, দর্শন কুমারের মত সিনেমা জগতের স্বনামধন্য ব্যক্তিরা। বেশ চলছিল শ্যুটিং। এমন সময় আচমকা অনুপম খেরের মাথা গিয়ে লাগে টেবিলে। ছুটে আসেন সতীশ কৌশিক, দর্শন কুমার।
শ্যুটিং তখন বন্ধ হয়ে গেছে। সকলেই ব্যস্ত অনুপম খের ঠিক আছেন কিনা সেটা নিশ্চিত হতে। দেখার চেষ্টা হচ্ছে তাঁর মাথা দিয়ে রক্ত গড়াচ্ছে কিনা।
তবে মাথায় আঘাত পেলেও রক্ত বার হয়নি। সজোর আঘাতের কারণে দ্রুত বরফ আনিয়ে বরফ দেওয়া হয় দীর্ঘ সময় ধরে। পরে কিছুটা সুস্থ বোধ করলে অনুপম খের নিজেই শ্যুটিং ফের চালু করতে বলেন।
তাঁকে শ্যুটিংয়ের জায়গা থেকে সরিয়ে নিয়ে গিয়ে আলাদা করে রাখা হয়েছিল। সেখানেই বরফ দেওয়ার কাজ চলছিল। সকলেই উদ্বেগে ছিলেন তিনি কেমন আছেন তা জানার জন্য। অবশেষে অনুপম জানান তিনি অভিনয় করতে পারবেন। অসুবিধা হবেনা।
নিজেই সেটে ফেরত আসেন অনুপম। তখন অবশ্য বেশ কিছুটা সময় কেটে গেছে। পরিস্থিতি তখনও উদ্বেগে ভরা। তাই সকলকে স্বাভাবিক করতে নিজেই কয়েকটি হাল্কা হাসি ঠাট্টা শুরু করেন অভিনেতা।
অনুপম খেরের এই ঠাট্টায় এবার সকলের মুখে হাসি ফোটে। সকলেই ফের কাজে ফেরেন। ঘটনাটি ঘটেছে মুম্বইতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা