বাংলা লোকগীতি ব্যবহার করে নেটিজেনদের তোপে অনুষ্কা শর্মা
একটি জনপ্রিয় বাংলা লোকগীতি ব্যবহার করে নেটিজেনদের তোপের মুখে পড়লেন বলিউড তারকা অনুষ্কা শর্মা।
মুম্বই : নেটফ্লিক্সে মুক্তি পাওয়া বিরাটপত্নি তথা বলিউড তারকা অনুষ্কা শর্মার সিনেমা ‘বুলবুল’ নেটিজেনদের তোপের মুখে পড়ল। কারণ একটি বাংলা লোকগীতি। অতি জনপ্রিয় এই লোকগীতি বাংলার মানুষের পরিচিত। ‘কলঙ্কিনী রাধা’ গানটি একাধিক জনপ্রিয় শিল্পী গেয়েছেন। সেই গানটি অনুষ্কা ব্যবহার করেন তাঁর এই বুলবুল সিনেমায় আর সেখানেই ক্ষুব্ধ নেটিজেনরা। তাঁদের দাবি, এই গানে রাধাকে অপমান করা হয়েছে।
ওই গানেরই একটা অংশে ভগবান শ্রীকৃষ্ণকেও অপমান করা হয়েছে বলে দাবি করে অবিলম্বে অনুষ্কার এসব বন্ধ করা উচিত বলে দাবি করেছেন নেটিজেনদের একাংশ। এমনকি এমন সব গান থাকা সিনেমা তাদের প্ল্যাটফর্মে চালানোর জন্য নেটফ্লিক্স-কেও বয়কট করার ডাক দিয়েছেন তাঁরা। শুধু এই গানটি বলেই নয়, একটি তেলেগু সিনেমা ‘কৃষ্ণা অ্যান্ড হিজ লীলা’-র বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।
নেট দুনিয়ায় কলঙ্কিনী রাধা গানটির ব্যাখ্যা নিয়ে অবশ্য কেউ কেউ পাশেও দাঁড়িয়েছেন অনুষ্কার। তাঁদের পাল্টা ব্যাখ্যা গানটির অন্তর্নিহিত অর্থ একেবারেই অন্য। যা কখনই পুরাণ বিরোধী নয়। বরং পুরাণের কথাই সেখানে বর্ণিত হয়েছে। তাঁরা বোঝানোর চেষ্টা করেছেন যাঁরা সমালোচনা করছেন, গানটির ভাবার্থ বুঝতে তাঁদের কোথাও ভুল হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা