কথা দিয়েছিলেন আসবেন। এলেন, দেখলেন আর প্রাণভরে নবদম্পতিকে আশির্বাদও করলেন তিনি। গত ২১ ডিসেম্বর দিল্লির তাজ প্যালেসে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে পৃথিবীর সব আলো একটাই বৃত্তের কাছে যেন নতিস্বীকার করে নিয়েছিল। সেই আলোকবৃত্তের নাম বিরুষ্কা। সেই আলোকবৃত্তের মাঝখানে দাঁড়িয়ে একজোড়া গোলাপের তোরা দিয়ে এ বছরের হিট জুটি বিরুষ্কাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবারের পার্টিতে সব্যসাচীর ডিজাইন করা লাল টুকটুকে বেনারসি, সিঁথি রাঙানো লাল সিঁদুরে নিজেকে স্বপ্নসুন্দরী করে সাজিয়ে তুলেছিলেন বিরাট ঘরণী। পাশে কালো কুর্তার সঙ্গে সিল্ক চুড়িদার প্যান্ট আর পশমি চাদরে রাজকীয় মেজাজে মিস্টার পারফেক্ট বিরাট কিছু কম যান না। ইতালির তাস্কানির আঙুর ক্ষেতে রূপকথার গল্পের মতো প্রেমিক বিরাট কোহলির সঙ্গে বিয়েটা সেরেছিলেন অনুষ্কা শর্মা। ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয় ও বিরাট সতীর্থ থেকে শুরু করে দেশের বিশিষ্ট জনদের নিয়ে জমজমাট ছিল এদিনের অনুষ্ঠান।
তবে প্রধানমন্ত্রীর আশীর্বাদ ও শুভেচ্ছা ছাড়া বোধহয় অসম্পূর্ণ থেকে যেত বিরুষ্কার পার্টি। প্রখ্যাত পাঞ্জাবি ভাংড়া শিল্পী গুরদাস মানের সুর ও তালে সতীর্থ এবং বন্ধুবান্ধবদের সঙ্গে ভাংড়া নেচে পার্টির উষ্ণতাকে বাড়িয়ে তোলেন ‘হ্যাপিলি ম্যারেড’ বিরুষ্কা।