২৫ বছর না দেখা বন্ধুদের ছবি দেখেও চিনতে পারে এই প্রাণিরা
মানুষের মনে রাখার ক্ষমতা সবচেয়ে বেশি। তারপরই এই প্রাণিদের মনে রাখার ক্ষমতা নাকি সবচেয়ে বেশি। তারা ২৫ বছর পরও তাদের কোনও বন্ধুকে দেখে চিনতে পারে।
মানুষ বহুদিন পর্যন্ত অনেককিছু মনে রাখতে পারে। পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণি হিসাবে মানুষের এই ক্ষমতা সবচেয়ে বেশি। কিন্তু তারপরেই রয়েছে যে প্রাণি তার ক্ষমতা নেহাত কম নয়। মানুষের ধারেকাছে না হলেও এই প্রাণি ২৫ বছর তাদের কোনও বন্ধুকে না দেখলেও চিনতে পারে।
২৫ বছরে একবারও না দেখার পর তাদের দেখে বা তাদের ছবি দেখে তারা সাড়া দেয়। বুঝিয়ে দেয় তারা তাদের পুরনো বন্ধুকে চিনতে পেরেছে।
গবেষকেরা জানাচ্ছেন, বানর প্রজাতির মধ্যেই রয়েছে তারা। যাদের একটা সময় মানুষের পূর্বপুরুষ হিসাবেও ধরা হত। এদের অনেকে তাই বনমানুষও বলে থাকেন।
গবেষকেরা জানাচ্ছেন, তাঁরা বোনোবো ও শিম্পাঞ্জির ওপর পরীক্ষা চালিয়ে দেখেছেন তারা ২৫ বছর আগে দেখা তাদের প্রজাতির কাউকে দিব্যি চিনতে পারে। তাদের শরীরী ভাষা দিয়ে তারা বুঝিয়ে দেয় ছবিতে যাকে দেখা যাচ্ছে সে তাকে চেনে।
মানুষের মত এতটা মনে রাখার ক্ষমতা আর কোনও প্রাণির নেই বলেই মনে করা হচ্ছে। বোনোবো ও শিম্পাঞ্জির এই প্রখর মনে রাখার ক্ষমতা দেখে কার্যত বিজ্ঞানীরাও অবাক হয়েছেন।
স্কটল্যান্ড, জাপান এবং বেলজিয়ামের চিড়িয়াখানায় থাকা বোনোবো এবং শিম্পাঞ্জির ওপর পরীক্ষা চালিয়ে এ বিষয়ে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা যে তারা ২৫ বছর না দেখা তাদের কোনও বন্ধুকে দিব্যি ছবি দেখেও চিনে নিতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা