বিশ্বখ্যাত অ্যাপল সংস্থা ১৯৭৬ সালে তাদের প্রথম কম্পিউটার তৈরি করে। তারপর তা বাজারে ছাড়া হয়। এমন ব্যক্তিগত ব্যাবহারের জন্য কম্পিউটার বা পিসি তখন মানুষের কাছে অলীক কল্পনার মত ছিল। সেই সময় অ্যাপলের অন্যতম জন্মদাতা স্টিভ জোবস ও স্টিভ ওজনিয়াক মিলে তৈরি করেন অ্যাপল-১ কম্পিউটার। সেটাই ছিল অ্যাপলের প্রথম পার্সোনাল কম্পিউটার। যা ব্যক্তিগত ব্যাবহারের প্রথম কম্পিউটারও বটে। সেই বিরল বস্তুটি এবার নিলামে উঠছে।
অকশন হাউস ক্রিস্টিজ এই প্রথম অ্যাপল-১ কম্পিউটারকে নিলামে তুলতে চলেছে। ভারতীয় মুদ্রায় ২ কোটি ৮১ লক্ষ টাকা থেকে ৪ কোটি ৫৬ লক্ষ টাকার মধ্যে কোনও অঙ্কে কম্পিউটারটি বিক্রি হতে চলেছে। পুরো নিলামটাই হবে অনলাইন। বৃহস্পতিবার এই অ্যাপল-১ কম্পিউটার নিলামে উঠছে। ফলে এদিন থেকেই যে কেউ নিলামে অংশ নিতে পারেন।
১৯৭৬-এ বাজারে আনার পর ১৯৭৭ সালের অক্টোবরে অ্যাপলের পরের ভার্সন বাজারে আনেন স্টিভ জোবস ও স্টিভ ওজনিয়াক। এদিকে তার আগেই অ্যাপল-১ প্রায় ২০০টির মত তৈরি করা হয়ে গিয়েছিল। জোবস ও ওজনিয়াক তখন অ্যাপল-১ যাঁরা কিনেছিলেন তাঁদের তা ফেরত দিতে বলেন। নতুন ভার্সনটি অফার করেন। ফেরতও হয় বেশ কিছু। যা স্টিভদ্বয় নষ্ট করে দেন। ফলে হাতে গোনা কয়েকটি মাত্র অ্যাপল-১ বিশ্বে রয়ে গিয়েছিল। তারই ১টি নিলামে উঠতে চলেছে। এই প্রথমবারের জন্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা