মাকড়সার জালে তৈরি বিরল নেকলেস, এক ছবিতেই দেশের ছেলের বিশ্বজয়
মাকড়সার জালে এক অন্য ছোঁয়া। আর তাতেই তৈরি হল বিরল নেকলেস। যে ছবিতে বিশ্বজয় করে ফেললেন দেশের সন্তান। এল বিরল সম্মান।
তিনি ভোরে উঠে হাঁটতে পছন্দ করেন। সঙ্গে থাকে একটি আইফোন। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও তাঁর ছোটবেলার নেশা ছবি তোলা।
নিজে একজন প্রকৃতিপ্রেমী। কম বয়স থেকেই তাঁকে প্রকৃতি টানে। প্রকৃতির বুকে কিছু তাঁর নজর কাড়লে তাঁর হাতে যে ক্যামেরাই থাকুক, তাতে সেই ফ্রেম ক্যামেরাবন্দি করে ফেলেন।
সেদিনও তেমনই হয়েছিল। কাকভোরে উঠে হাঁটতে বেরিয়ে তাঁর নজরে পড়ল একটি মাকড়সার জাল। মাকড়সার জালে ভোরের শিশিরবিন্দু।
শুকনো জালটা আর চোখেই পড়ছে না। সবটাই বিন্দু বিন্দু শিশিরে ঢেকে গেছে। আর অপেক্ষা করেননি প্রাঞ্জল চৌগুলে। হাতে থাকা আইফোনের ক্যামেরায় তুলে ফেলেন ছবিখানা। যা দেখে মনে হচ্ছে যেন একটি সুন্দর মুক্তোর নেকলেস।
আইফোন সম্প্রতি একটি চ্যালেঞ্জ এনেছিল। নাম দিয়েছিল ‘শট অন আইফোন ম্যাক্রো চ্যালেঞ্জ’। আইফোন দিয়ে তোলা ছবি যে কেউ পাঠাতে পারেন এখানে।
প্রাঞ্জলও এই মাকড়সার জালে শিশিরবিন্দুর ছবি পাঠিয়ে দেন। তারপরই আসে চমক। আইফোন সারা বিশ্ব থেকে আসা ছবির মধ্যে থেকে যে ১০টি ছবি বেছে নেয় সেরা হিসাবে তার একটি হয় মহারাষ্ট্রের কোলাপুরের বাসিন্দা প্রাঞ্জলের এই ছবিটি।
চিন, ইতালি, হাঙ্গেরি, স্পেন, থাইল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ছবির সঙ্গে প্রথম ১০-এ প্রাঞ্জলের হাত ধরে জায়গা হয় ভারতেরও।
ছবিটি তোলার সময় অত ভেবে না তুললেও প্রাঞ্জলের এই ছবির কথা এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা