ভারতে আসছেন মেসি, ম্যাচ খেলবে আর্জেন্টিনার জাতীয় দল, কবে তাও জানা গেল
মেসির নেতৃত্বেই ভারতের মাটিতে খেলতে নামতে চলেছে আর্জেন্টিনা। কবে আসছে তারা তাও জানা গেল। ফুটবলপ্রেমীদের জন্য এটা অবশ্যই সুখবর।

ভারতের মাটিতে পা রেখেছিলেন পেলে। ম্যাচ খেলেছিলেন তাঁর ক্লাবের হয়ে। মারাদোনাও ভারতের মাটিতে পা রাখেন। কলকাতায় আসেন। সল্টলেক স্টেডিয়ামেও যান। ফুটবলে পাও ছোঁয়ান। কিন্তু ম্যাচ খেলেননি।
তারপর ২০১১ সালে ভারতে আসেন মেসি। আর্জেন্টিনা ও ভেনিজুয়েলার মধ্যে ম্যাচ হয়েছিল সল্টলেক স্টেডিয়ামে। এবার ফের ভারতের মাটিতে পা রাখতে চলেছেন বিশ্ব ফুটবলের এই কিংবদন্তি।
একা মেসি নন, মেসির নেতৃত্বে গোটা আর্জেন্টিনার জাতীয় দলটাই আসছে ভারতে ম্যাচ খেলতে। সে খবর নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।
এটা শোনার পর স্বভাবতই ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন জাগে কবে ভারতে আসছে মেসি সহ আর্জেন্টিনা? তারও জবাব মিলেছে। মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল ভারতে আসছে আগামী অক্টোবর মাসে।
আন্তর্জাতিক একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলবে এই দল। ফলে ভারতের মাটিতে মেসির বল নিয়ে ছুটে যাওয়া দেখতে এখন থেকেই তৈরি ফুটবলপ্রেমী মানুষজন।
তাদের ফুটবল নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে পৌঁছতে চাইছে আর্জেন্টিনা। তারই অংশ হিসাবে ভারতে আসছে তারা। ২০২৬ সালে বিশ্বকাপ হওয়ার আগে আর্জেন্টিনা ফুটবল দল এভাবেই পৃথিবীর বিভিন্ন দেশে পৌঁছবে।
আর্জেন্টিনার ভারতে আসা অবশ্যই ভারতীয় ফুটবলকে আরও উৎসাহ প্রদান করবে। বিশেষত নব্য প্রজন্মকে ফুটবল খেলার প্রতি উৎসাহিত করবে। ভারতে মেসির ভক্ত এবং আর্জেন্টিনার ভক্তের অভাব নেই। তাঁদের জন্যও উৎসবের মরসুমে আনন্দ দ্বিগুণ হবে আর্জেন্টিনা দলকে দেশের মাটিতে পাওয়ায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা