World

ক্রন্দনরত শিশুকে স্তন্যদান, পদোন্নতি হল মহিলা পুলিশকর্মীর

আর্জেন্টিনার বেরিসো এলাকার একটি শিশু হাসপাতালে ডিউটি করছিলেন তিনি। সেই সময়ে একটি শিশুর কাঁদার আওয়াজ পান সুরক্ষার দায়িত্বে থাকা মহিলা পুলিশকর্মী সেলেস্তে জ্যাকলিন আয়ালা। শিশুটির কাছে গিয়ে দেখেন সে কেঁদেই চলেছে। তার মায়েরও কাছেপিঠে দেখা নেই।

এদিকে নিজেও সবে মা হয়েছেন জ্যাকলিন। ফলে ওই শিশুটি যে খিদেয় কাঁদছে তা তিনি বুঝতে পারেন। তিনি তখন স্তন্যদানেও সক্ষম। ফলে হাসপাতালের করিডরেই একটি চেয়ারে বসে ওই শিশুটিকে স্তন্যদান করেন তিনি।


আর সেই ছবি ক্যামেরাবন্দি করেন তাঁর এক সহকর্মী। পরে তিনি এই মহৎ কাজের ছবি ফেসবুকে পোস্ট করে দেন। তারপরই সেই ছবি ভাইরাল হয়ে যায়। বিশ্বের বিভিন্ন কোণা থেকে ওই মহিলা পুলিশকর্মীকে সাধুবাদ জানিয়ে কমেন্ট আসতে থাকে।

ক্ষুধার্ত শিশুকে স্তন্যদান করানোর সুফলও পেয়েছেন জ্যাকলিন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কুর্নিশ এসেছে। অভিনন্দন এসেছে। এবার তাঁর সেই কাজের পুরস্কার দিল তাঁর নিজের দফতরও।


আর্জেন্টিনা পুলিশে একজন সার্জেন্ট হিসাবে কর্মরত জ্যাকলিনকে পুলিশ আধিকারিক পদে উন্নীত করা হয়েছে। এই পদোন্নতি তাঁর মহৎ কাজের জন্য বলেও জানিয়েছে আর্জেন্টিনা পুলিশ।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button