Sports

আজব ক্ষেতে ভুট্টার চারা বড় হতেই হয়ে গেল লিওনেল মেসি

ছিল ভুট্টার চারা। তা একটু বড় হতেই বদলে গেল মেসিতে। এমন এক আজব দৃশ্য প্রত্যক্ষ করলেন সকলে। যা আকাশ থেকে স্পষ্ট।

আর্জেন্টিনা দেশটা অত্যন্ত সুফলা। সেখানে ক্ষেত জমি ভরে থাকে ফসলে। ভুট্টা আবার সেখানকার অন্যতম শস্য। সেই ভুট্টার ক্ষেতেই ঘটল ঘটনাটা।

ভুট্টার বীজ রোপণ করেছিলেন কৃষকরা। ব্যবহার হয়েছিল উন্নত প্রযুক্তিও। সেই ভুট্টার বীজ থেকে চারা জেগে ওঠে। তারপর সেই চারা ক্রমে একটু বড় হয়।


আর এই বড় হতেই এক আজব কাণ্ড প্রত্যক্ষ করলেন সকলে। যা খুব পরিস্কার করে বোঝা গেল আকাশ পথে বা একটু উঁচু থেকে।

দেখা গেল এক বিশাল ক্ষেতের মাঝে ভুট্টার অগুন্তি গাছের সাজে সেজে ফুটে উঠেছেন লিওনেল মেসি। যাঁকে এখন কার্যত এক মহাপুরুষের চোখে দেখছেন ফুটবল পাগল আর্জেন্টিনাবাসী।


যে মেসি তাঁদের ঘরে এবার বিশ্বকাপ এনে দিয়েছেন। তাঁকে কীভাবে সম্মান জানানো যায় তা খুঁজে পাচ্ছেন না আর্জেন্টিনার মানুষ। তাই এবার অ্যালগোরিদমের সহায়তায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে এমনভাবে ১টি বিশাল ভুট্টা ক্ষেতে বীজ রোপণ করা হয়েছিল যাতে ভুট্টা চারা একটু বড় হলেই ফুটে ওঠে মেসির মুখ।

আর ঠিক সেটাই হয়েছে। বিশাল ক্ষেত জমির মাঝে ঝলমল করছে অতিকায় এক মেসির মুখ। আর্জেন্টিনার সেন্ট্রাল করডোবা প্রদেশের লস কন্ডোরেস-এর ক্ষেতে এই বিরল দৃশ্য প্রত্যক্ষ করতে বহু মানুষ হাজির হচ্ছেন। একটু উপরে উঠতে পারলেই স্পষ্ট দেখা যাচ্ছে লিওনেল মেসিকে। যাঁকে এবার এভাবেই সম্মান জানালেন একদল কৃষক।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button