পহেলগামে সন্ত্রাসবাদী হানা, বড় সিদ্ধান্ত নিলেন গায়ক অরিজিৎ সিং
ভারতের অন্যতম সেরা গায়ক তিনি। পহেলগামে সন্ত্রাসবাদী হানার ঘটনা তাঁকে এতটাই ব্যথিত করেছে যে বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন গায়ক অরিজিৎ সিং।

পহেলগামে সন্ত্রাসবাদী হানাকে কেন্দ্র করে গোটা দেশ শোকস্তব্ধ। পৃথিবীর নানা দেশের রাষ্ট্রপ্রধানরাও শোকজ্ঞাপন করেছেন। পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ যেভাবে নিরীহ পর্যটকদের নির্বিচারে গুলি করে প্রাণ কেড়েছে তা মেনে নিতে পারছেন না কেউই।
এই কাপুরুষোচিত, বর্বর কাণ্ডের প্রতিবাদ বহু মানুষ তাঁর মত করে প্রকাশ করছেন। সুপারস্টার গায়ক অরিজিৎ সিংও তাঁর মত করেই প্রতিবাদ করলেন। প্রতিবাদের ভাষা হিসাবে তিনি বেছে নিলেন একটি সিদ্ধান্তকে।
অরিজিৎ সিংয়ের একটি অনুষ্ঠান ছিল চেন্নাইতে। আগামী ২৭ এপ্রিলের এই অনুষ্ঠানের টিকিটও বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ জানিয়েছেন তিনি এবং এই অনুষ্ঠানের উদ্যোক্তারা মিলে সিদ্ধান্ত নিয়েছেন পহেলগাম কাণ্ডের পর এই অনুষ্ঠান হবেনা। তিনি এই অনুষ্ঠান করবেননা।
তবে যাঁরা টিকিট কেটেছিলেন তাঁদের চিন্তার কারণ নেই। প্রত্যেকে তাঁদের টাকা ফেরত পাবেন। যাঁরা যেভাবে টিকিট কেটেছিলেন সেখানেই তাঁদের টিকিটের দাম আবার ফেরত চলে যাবে।
সকলে যে তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন সে বিষয়ে আশাবাদী অরিজিৎ। তবে তিনি পহেলগামের পর যেভাবে অনুষ্ঠান বাতিল করলেন তা বুঝিয়ে দিচ্ছে কেবল দেশের সাধারণ মানুষ নন, সেলেব্রিটিদের মধ্যেও ক্ষোভ, রাগ কোন পর্যায়ে পৌঁছে গেছে।
পহেলগাম কাণ্ডের তদন্ত যত এগোচ্ছে ততই এই ঘটনায় পাকিস্তানের মদত, ওপার থেকে যাবতীয় সাহায্যের সূত্র পাচ্ছেন তদন্তকারীরা। করাচির একটি সেফহাউস থেকে এই পুরো ঘটনার কলকাঠি নাড়া হয়েছে বলেও জানতে পেরেছেন তাঁরা।
এদিকে সর্বদল বৈঠকে কেন্দ্রের পাশেই দাঁড়িয়েছে সব দল। কেন্দ্রকে এই ভয়ংকর ঘটনার পর প্রয়োজনীয় পদক্ষেপ করতে সব দলই সহমত পোষণ করে পাশে থাকার বার্তা দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা