মাত্র ১ মাস বয়স হয়েছিল। ভাল করে শরীরটাও শক্ত হয়নি। মুখ দিয়ে শব্দ বলতে কেবল ওই কান্নাটুকু। এমন এক দুধের শিশুকে মা বুকে করে আগলে রাখবেন। সাবধানে রাখবেন। এটাই স্বাভাবিক। কিন্তু এ পৃথিবীতে আরও অনেক কিছুই ঘটে। যেমনটা ঘটল মার্কিন মুলুকের অ্যারিজোনায়।
জেনা ফোলওয়েলের বয়স ১৯ বছর। ১ মাস হল এক পুত্রসন্তানের মা হয়েছে সে। তাকে নিয়েই বাথরুমে বাথটবের পাশে ছিল জেনা। কোনও কারণে শিশুটি কাঁদতে শুরু করে। সেই কান্না অসহ্য লাগে মা জেনার।
ছেলের কান্না থামাতে না পেরে তাকে বাথটবের জলে চুবিয়ে দেয় সে। জলে চুবিয়ে দেওয়ায় দমবন্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুধের শিশুর। মাত্র ১ মাস বয়সে নিজের মায়ের হাতে খুন হতে হয় তাকে!
পুলিশ জানাচ্ছে, এই ঘটনার পর মৃত সন্তানকে একটা ব্যাগে পুরে তারপর পুলিশে খবর দেয় জেনা। নিজে হাজির হয় নিকটবর্তী একটি পার্কে।
সেখানে পুলিশ হাজির হলে যথেষ্ট ঠান্ডা মাথায় সে জানায়, তার সন্তানকে অপহরণ করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করে। তারপরই জেনার বাড়ি থেকে উদ্ধার হয় মৃত সন্তান ভরা ব্যাগটি। জেনাকে গ্রেফতার করে পুলিশ।
তার বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা দায়ের হয়েছে। সন্তানের মৃত্যুর কথা জানতে পেরে ভেঙে পড়েন ওই দুধের শিশুর পিতা, জেনার স্বামী।