World

ছবি তুলতে গিয়ে পা হড়কে খাদে পড়ে গেলেন পর্যটক

গ্র্যান্ড ক্যানিয়ন। সুউচ্চ পাথুরে রুক্ষ জমি। গা ধরে নেমে গেছে খাড়াই খাদ। তাও বহু বহু নিচে। দুধারে পাথুরে পাহাড়কে কেটে ক্যানিয়নের বুক চিরে বয়ে গেছে কলোরাডো নদী। মার্কিন মুলুক দেখতে গেলে এই গ্র্যান্ড ক্যানিয়ন না দেখলে বেড়ানোই অসম্পূর্ণ থেকে যায়।

ছবির মত সুন্দর। আর ভয়ংকরও। সারা বছর এখানে মানুষের ভিড় লেগে থাকে। পর্যটকদের ভিড়ে থিক থিক করে চারপাশ। সেই গ্র্যান্ড ক্যানিয়নে ছবি তুলতে গিয়ে পা পিছলে খাদের নিচে গিয়ে পড়লেন এক পর্যটক। বলাবাহুল্য ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


গ্র্যান্ড ক্যানিয়নের ভয়ংকর সৌন্দর্য পর্যটকদের কাছে আরও উপভোগ্য করে তুলতে পাথরের গা ঘেঁষে নামা খাড়াই খাদের মাথা থেকে একটি কাচের স্কাইওয়াক তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার পর্যটন দফতর।

এই কাচের ওপর দিয়ে হাঁটলে তলায় খাদ। সেই গা ছমছমে অভিজ্ঞতাটা উপভোগ্য করে তুলতে অনেক পর্যটক এই কাচের ওপর হাঁটার সাহস দেখান। তবে সেই অশ্বখুরাকৃতি কাচের স্কাইওয়াকের চারপাশে পর্যটকদের জন্য লেখা সতর্কবাণী। স্কাইওয়াকের খুব ধারে যেতে পদে পদে মানা করা রয়েছে।


সেই স্কাইওয়াকের ওপর হেঁটে ম্যাকাও-এর বাসিন্দা এক পর্যটক চলে যান একদম ঈগল পয়েন্টে। ছবি তোলার নেশায় ঈগল পয়েন্টের ধারে চলে যান তিনি। নিচে তখন গভীর খাদ। সেখানেই ছবি তুলতে গিয়ে কোনওভাবে পা হড়কান ওই পর্যটক।

পা হড়কে সোজা পড়েন খাদে। সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনার জেরে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button