গরমে ঘামতে ঘামতে রাস্তায় হাঁটে এই রোবট
রোবট রাস্তায় হাঁটছে এটা অস্বাভাবিক নয়, কিন্তু রোদে হাঁটতে থাকলে এক সময় সে ঘামতে শুরু করছে এটা বিশ্বকে চমকে দিয়েছে।
এ রোবট রাস্তায় হেঁটে চলে বেড়ায়। রোবট হাঁটছে এটার মধ্যে নতুনত্ব কিছু নেই। কিন্তু রোবট গরমে ঘামছে এটা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এ রোবট কিন্তু গরমে রাস্তায় হাঁটতে থাকলে এক সময় গরমে ঘামতে থাকে। ঠিক ততটাই শরীর গরম হলে যতটা মানুষের ক্ষেত্রে হয়।
তা বলে ঘাম! ঠিক তাই। এই রোবট ঘামতে পারে। সেভাবেই তাকে তৈরি করা হয়েছে। অ্যান্ডি নামে এই রোবটকে তৈরি করেছেন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি-র কয়েকজন গবেষক। যাঁদের দলে একজন ভারতীয়ও রয়েছেন।
অ্যান্ডি রাস্তায় বার হয়ে শুধুই হাঁটে না, সে শ্বাসও নেয়। তার সারা দেহে ৩৫টি থার্মাল সেন্সর লাগানো রয়েছে যা থেকে তার শরীর মানুষের মতই গরম হতে থাকে। এক সময় যা ঘাম হয়ে ঝরতেও থাকে।
গবেষকেরা মনে করছেন, অ্যান্ডির এই শরীর গরম হতে থাকা নিয়ে পর্যালোচনা করলে মানুষের দেহের উত্তাপ বৃদ্ধির নানা তথ্যও পাওয়ার সুবিধা হবে।
গবেষকেরা মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হওয়া অস্বাভাবিক গরম, তাপপ্রবাহ অনুভব করার পর এই অ্যান্ডি নিয়ে গবেষণায় আরও জোর দেন।
অ্যান্ডি হল বিশ্বের এমন এক রোবট যে এই প্রথম উত্তাপ বুঝে সেই অনুযায়ী মানবদেহের মত শরীরকে ঠান্ডা করার জন্য কুলিং চ্যানেল কাজে লাগিয়ে ঘামতেও পারে। অ্যান্ডিকে আরও শক্তিশালী ও উত্তাপ সচেতন করে তোলার লড়াই চালাচ্ছেন গবেষকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা