পরিনীতির হাতে ফের চড় খেলেন অর্জুন কাপুর, এটাই প্রথমবার নয়
বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়ার হাতে চড় খেতে হয়েছে তাঁকে। আর তা প্রথমবার নয়। আগেও পরিনীতির চড় হজম করতে হয়েছে তাঁকে। নিজেই জানালেন অর্জুন কাপুর।
মুম্বই : শেষে কিনা সহ-অভিনেত্রী পরিনীতি চোপড়ার হাতে চড় খেলেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর! অভিনেতা নিজেই জানিয়েছেন সেকথা। তাও আবার প্রথমবার নয়। এর আগেও পরিনীতির চড় হজম করতে হয়েছে অর্জুনকে। সে কথাও অকপটে স্বীকার করেছেন তিনি।
মুক্তি পেল অর্জুন কাপুর ও পরিনীতি চোপড়া অভিনীত ‘সন্দীপ অউর পিঙ্কি ফরার’। আর সেই সিনেমাতেই পরিনীতির হাতে চড় খেতে হয়েছে অর্জুনকে। অর্জুন এই সিনেমায় অভিনয় করছেন সন্দীপ নামে এক যুবকের চরিত্রে। আর পরিনীতি পিঙ্কি নামের এক চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলছেন।
এর আগে তাঁদের সিনেমা ‘ইশকজাদে’-তেও পরিনীতির হাতে চড় খেয়েছিলেন অর্জুন। তাই মজা করে অভিনেতা বলেছেন পরিনীতির হাতে তাঁর চড় খাওয়াটা এখন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।
‘সন্দীপ অউর পিঙ্কি ফরার’ ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছিল গত বছর মার্চে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে যায় ছবির মুক্তি।
এ বছর কিছুদিন আগে দ্বিতীয় একটি ট্রেলার মুক্তি পায়। তার সাথে প্রকাশ্যে আসে সিনেমাটির মুক্তির দিনও। ১৯ মার্চ মুক্তি পেল সিনেমাটি।
অর্জুন জানান, দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই সিনেমাতে নারীদের প্রতি হিংসার মত গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরা হয়েছে। ছোটবেলা থেকেই পরিবারে অনেক মহিলার মধ্যে বড় হয়ে উঠেছেন তিনি। তাই নারীদের প্রতি অত্যাচার বা হিংসার বিষয়টিকে তিনি গুরুত্ব সহকারে দেখেন।
অর্জুনের মতে, একজন অভিনেতা যখন কোনও চরিত্রের জন্য প্রস্তুত হন তখন তিনি নিজের সত্ত্বা থেকে বেরিয়ে এসে ওই চরিত্র হয়ে ওঠার চেষ্টা করেন।
এই সিনেমাতেও অর্জুন ও পরিনীতি পুরোপুরি স্ক্রিপ্টের ওপর নির্ভর করেই চরিত্রগুলিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। করোনা পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক না হলেও এমন একটি সামাজিক বিষয়ের ওপর নির্ভর করে তৈরি সিনেমাটি মানুষ প্রেক্ষাগৃহে এসে দেখবেন বলে আশাবাদী অর্জুন কাপুর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা