কামড় খেলেন শচীন তেন্ডুলকরের ছেলে
শচীন তেন্ডুলকরের ছেলে অর্জুন এখন মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম পেসার। এই তরুণ বোলারকে জীবনে এক কঠিন সময়ের মধ্যে পড়তে হল।
অর্জুন তেন্ডুলকর মুম্বই ইন্ডিয়ান্স দলের এক সদস্য। একাধিক ম্যাচে সুযোগও পেয়েছেন তিনি। নিজেকে কিছুটা প্রমাণও করেছেন। ছেলের বোলিং ড্রেসিং রুম থেকে দেখেছেন শচীন নিজে। যিনি মুম্বই ইন্ডিয়ান্স দলের অংশও।
ছেলের সফল বোলিং বাবার মুখের হাসি চওড়াও করেছে। এবার আইপিএল-এ মুম্বইয়ের হয়ে একাধিক ম্যাচে নেমেছেন অর্জুন। উইকেটও পেয়েছেন। নেটেও নিয়মিত ঘাম ঝরান এই তরুণ। কিন্তু গত ১৩ মে তাঁর জীবনের এই সাফল্যের মুহুর্তে দাগ ফেলে দিল এক ভীষণ কামড়।
লখনউ সুপার জায়ান্টস-এর তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে অর্জুন তেন্ডুলকর দেখা করতে এসেছিলেন যুধবীর সিংয়ের সঙ্গে। ২ জনের মধ্যে কথা হওয়ার সময় অর্জুন জানান তাঁকে গত ১৩ মে একটি রাস্তার কুকুর কামড়ে দিয়েছে।
কামড় এতটাই ভোগাচ্ছে যে নেটেও বল করতে পারছেন না অর্জুন। এটা অবশ্যই এক তরুণ প্রতিভার জন্য এই সময় বড় একটা খুশির খবর নয়।
সোশ্যাল মিডিয়ায় অর্জুনকে কুকুরে কামড়ানোর খবর ছড়ানোর পর অনেকেই অর্জুনের দ্রুত আরোগ্য চেয়ে প্রার্থনা করেছেন। বাবা ক্রিকেটের এক অনন্য প্রতিভা। তাঁর ছেলের কাছে তাই প্রত্যাশাও কিছুটা বেশি। তুলনা হচ্ছে তাঁর বাবার সঙ্গে।
যদিও অর্জুন বোলার এবং শচীন ব্যাটার হিসাবে জগৎবিখ্যাত। তবু প্রতিভার তুলনা তো এসেই পড়ছে। ফলে নিজেকে তুলে ধরার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ তাঁর বাবার সঙ্গে তুলনা। তাই অর্জুনকে আরও সফল হয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। তার আগে তাঁর এখন দরকার দ্রুত আরোগ্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা