কফি দিতে দেরি করায় দোকানে তাণ্ডব তরুণীর
কফি দিতে কেন দেরি করা হচ্ছে? এই প্রশ্ন তুলে কার্যত দোকানে তাণ্ডব করলেন এক তরুণী। যে ঘটনার ছবি তুলে নেন দোকানে আসা আর এক গ্রাহক।
কফি দিতে দেরি হচ্ছে কেন? প্রশ্ন করে এক তরুণী হাজির হন দোকানের কাউন্টারে। তাঁকে উত্তরে দোকানের কর্মীরা জানান, ঠিক ৫ মিনিট লাগবে কফি তৈরি হতে। আর ঠিক যে ৫ মিনিটই লাগবে তা গ্রাহককে নিশ্চিত করার জন্য একটি টাইমারও চালু রয়েছে।
কিন্তু এসব মানতে নারাজ তরুণী। তিনি পাল্টা দোকানের কর্মীদের বলেন, তাঁরা যদি নিজেদের মধ্যে গল্প না করে আরও একটু পেশাদারিত্ব দেখান তাহলে কফিটা আরও একটু তাড়াতাড়ি হতে পারে।
এসব বলার পরই কার্যত মেজাজ হারান ওই তরুণী। তিনি কাউন্টারে থাকা কফির ট্রেগুলি তুলে মেঝেতে আছড়ে ফেলেন। এমন আকস্মিক ঘটনায় এগিয়ে আসেন দোকানের কর্মীরা।
ওই তরুণী এরপর এগিয়ে গিয়ে টেবিল নম্বরের স্ট্যান্ডগুলি তুলে ছড়িয়ে দেন মেঝেতে। সব ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তিনি একটু এগিয়ে যান।
দোকানের কর্মীরা এবার রুখে দাঁড়ান। তাঁরা সাফ জানান এই ঘটনার জন্য তাঁরা পুলিশ ডাকতে বাধ্য হবেন। বেগতিক বুঝে ততক্ষণে তরুণী সুর পাল্টান।
ফের এগিয়ে এসে তিনি জানান, তাঁর সুগার আছে। সুগার স্তর পড়ে যেতে থাকলে তাঁর শারীরিক সমস্যা হয়। সেই থেকেই তিনি একাজ করে ফেলেছেন।
ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকের আর্কানসাসে ম্যাকডোনাল্ডসের একটি আউটলেটে। এদিকে পুরো ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ১১ লক্ষের ওপর মানুষ তা দেখেও ফেলেছেন।