কুড়িয়ে পাওয়া টুকরোটি পৃথিবীর অন্যতম আশ্চর্য, জানতেন না পর্যটক
পার্কে ঘোরার সময় পায়ের কাছে পড়ে থাকা বস্তুটি কুড়িয়ে দেখেন একটি রংহীন কাচের টুকরো। পকেটে পুরেও নেন। পরে তার সত্যি জেনে মাথায় বাজ ভেঙে পড়ল তাঁর।
পার্কে ঘুরছিলেন তিনি। অনেকেই তো ঘোরেন। ওই ব্যক্তি ঘুরতে ঘুরতে পায়ের কাছে একটি রংহীন টুকরো পড়ে থাকতে দেখেন। সেটি কুড়িয়ে তুলে দেখেন কাচের টুকরো। তবে একটু অন্যরকম। এর রং বলে কিছু নেই। কাচের ঔজ্জ্বল্যও নেই। কি তা ভাবার চেষ্টা না করেই তিনি সেটি পকেটে পুরে ফেলেন।
কুড়িয়ে পাওয়া জিনিস। তারপর পার্কে ঘোরার পর বেরিয়ে এসে তাঁর মনে প্রশ্ন জাগে এমন কাচের টুকরোও তো তিনি দেখেননি। সন্দেহ হওয়ায় তিনি যাচাই করতে চান ওটা কিসের টুকরো। সেটা জানতে তিনি জেমোলজিক্যাল ইন্সটিটিউটে গিয়ে টুকরোটি দেখান। তারা সেটি পরীক্ষার জন্য রেখে দেয়।
এরপর বেশ কিছুদিন কেটে গেছে। হালে ওই ব্যক্তি ফোন পান ইন্সটিটিউট থেকে। তাঁকে জানানো হয়, যে টুকরোটি তিনি পরীক্ষার জন্য দিয়ে এসেছিলেন সেটি আসলে একটি হিরে। কাচ নয়।
এমন হিরে যার কোনও রং নেই। হিরের দ্যুতিও নেই। এমন হিরে সহজে পাওয়া যায়না। এমন রংহীন হিরের এত বড় টুকরো আগে কোথাও কখনও পাওয়া যায়নি বলেও জানতে পারেন ইভান্স নামে ওই ব্যক্তি।
মার্কিন যুক্তরাষ্ট্রের আরকানসাসের ক্রেটার অফ ডায়মন্ডস স্টেট পার্ক নামে ওই পার্কে সব জানার পর দ্রুত ফোন করেন ইভান্স। জানান তিনি ওই পার্ক থেকে কি খুঁজে পেয়েছেন।
ইভান্স এটাও জানান যে জিনিসটি তিনি পার্ক কর্তৃপক্ষকে ফেরত দিতে চান। ইভান্সের এই উদ্যোগকে তারিফ করেছে পার্ক কর্তৃপক্ষও। দ্রুত এই খবর সংবাদমাধ্যমে জায়গা করে নেয়।