এবার পরিবর্তন পার্কে, প্রবল ক্ষুব্ধ এলাকাবাসী
পার্ককে সুন্দর করে সাজিয়ে তোলাটাও মানুষেরই জন্য। যাতে তাঁদের আরও ভাল লাগে। কিন্তু এক্ষেত্রে উল্টে খরচ করে পার্ক সাজিয়ে ক্ষোভের মুখে পড়ল কর্তৃপক্ষ।
পার্ক সুন্দর করে সাজানো নিয়ে অনেক ভাবনা চিন্তা হয়। গাছপালার পাশাপাশি নানা শিল্পকীর্তি দিয়ে সাজানো হয় পার্ককে। যাতে তা আরও মনোগ্রাহী হয় পার্কে আসা মানুষজনের। কিন্তু এমনই একটি পার্ককে অনেক টাকা খরচ করে সাজিয়ে এখন মহা মুশকিলে পড়েছেন পার্ক কর্তৃপক্ষ।
তাঁরা পার্কটিকে স্থাপত্যশিল্পে ভরিয়ে দিয়েছিলেন। তাতে নানা রং খেলা করছিল। কিন্তু সেগুলি সাজানোর পরই রেগে যান সেখানে হেঁটে ঘুরতে আসা মানুষজন।
পার্কে অনেকেই হাঁটতে আসেন। পার্কে ঘুরে বেড়ান। তাঁরা কেউই এই শিল্পগুলিকে মেনে নিতে পারছেন না। তাঁরা স্পষ্টই জানিয়েছেন এগুলো পার্কের জঞ্জাল। মনে হচ্ছে যেন পার্কের চারধার থেকে আবর্জনা পরিস্কার করে এখানে স্তূপাকৃতি করে রাখা হয়েছে।
কারও মনে হচ্ছে এটা বিটলজুস নামে একটি সিনেমা থেকে নেওয়া হয়েছে। যাঁরাই ওই পার্কে ঘুরতে আসেন তাঁরাই বেঁকে বসায় এখন এই শিল্পকীর্তিগুলি নিয়ে মুশকিলে পড়েছেন পার্ক কর্তৃপক্ষ।
পার্কটি আদপে একটি পাহাড়ের অংশ। চারধারেও যত দূর চোখ যায় শুধুই সবুজ বনানী আর পাহাড় সারি। মাঝেমাঝেই নেমে গেছে সবুজে ঘেরা উপত্যকা।
শহর থেকে দূরে চোখ জুড়িয়ে দেওয়া এই অপার প্রকৃতির সৌন্দর্য নিঃশব্দের মধ্যে উপভোগ করতেই মানুষ হাজির হন মার্কিন মুলুকের আরকানসাস স্টেট পার্কে। তাঁদের মতে, প্রকৃতির যে একান্ত সৌন্দর্য তা এইসব শিল্পকীর্তি সাজানোয় নষ্ট হচ্ছে। সেগুলি সরিয়ে ফেলার জন্যও আবেদন করেছেন তাঁরা।