Entertainment

ভারতে আসা নিয়ে টার্মিনেটর আর্নল্ড শোয়ার্জনেগারের চাঞ্চল্যকর উক্তি

আগামী ১ নভেম্বর ভারতে মুক্তি পেতে চলেছে তাঁর টার্মিনেটর সিরিজের ষষ্ঠ অধ্যায় ‘টার্মিনেটর: দ্যা ডার্ক ফেট’। আর সেই নভেম্বরেই তিনি ভারতেও আসছেন। মহারাষ্ট্রে একটি ফিটনেস কনটেস্টে তাঁর যোগ দেওয়ার কথা। এই খবর অনেক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফলে আর্নল্ড শোয়ার্জনেগার ভারতের মাটিতে পা রাখছেন নভেম্বরে বলে অনেকেই জানতেন। খবরটা ভারতের সীমা পার করে তাঁর কাছেও হয়তো পৌঁছেছিল। তাই তা নিয়ে প্রশ্ন করা হলে শোয়ার্জনেগার স্পষ্ট জানান খবরটা ভুয়ো। তিনি নভেম্বরে মোটেও ভারতে আসছেন না। এখন আসার মত সময় তাঁর হাতে নেই।

শোয়ার্জেনেগার-এর ভক্ত ভারতে কম নয়। তাঁদের একদম নিরাশও করেননি টার্মিনেটর অভিনেতা। জানিয়েছেন তিনি ভারতে আসা পছন্দ করেন। আগামী বছর তিনি ভারতে আসার চেষ্টা করবেন। এর আগে ২০১৪ সালে ভারতে এসেছিলেন এই অতিমানবীয় শরীরের মালিক। শরীরচর্চার এক আদর্শ ছবি হিসাবে আর্নল্ড শোয়ার্জেনেগার চিরদিনই বিশ্বে সম্মান পেয়েছেন। তিনি ২০১৪ সালে একটি দক্ষিণী সিনেমার অডিও প্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে আসেন। আর্নল্ড শোয়ার্জেনেগারের সেকথা মনেও আছে। তিনি জানান ভারতের খাবার তাঁর দারুণ প্রিয়। সিওলে একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে একথা জানান তিনি।


আর্নল্ড শোয়ার্জেনেগার একজন হলিউড আইকন ফিগার হিসাবেই বিশ্বে সমাদৃত। ৭২ বছরের শোয়ার্জেনেগার ২৮ বছর পর ফের পরিচালক জেমস ক্যামেরন ও অভিনেত্রী লিন্ডা হ্যামিলটনের সঙ্গে কাজ করলেন। ‘টার্মিনেটর: দ্যা ডার্ক ফেট’ সিনেমায় তাঁরা একসঙ্গে কাজ করেছেন। অন্য টার্মিনেটরগুলির মতই এই টার্মিনেটরও দর্শকদের মন জয় করবে বলেই মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button