রিলের রামকে বিমানবন্দরে পেয়ে ভক্তিভাবে ভেসে গেলেন মহিলা
তাঁর কাছে তিনিই রাম। তাই বিমানবন্দরেও নতজানু হয়ে পায়ে হাত দিয়ে ভক্তিভরে প্রণাম করলেন এক মহিলা। যা কার্যতই রিলের রামকে অপ্রস্তুতে ফেলে দিল।

১৯৮৭ সালে ভারতীয় টিভির জগতে তোলপাড় ফেলে দেয় একটি সিরিয়াল। রামায়ণের কাহিনি নিয়ে রামানন্দ সাগরের রামায়ণ সিরিয়াল জনপ্রিয়তার শিখর ছুঁয়ে ফেলে।
সেই রামায়ণে রামের ভূমিকায় অভিনয় করেন অরুণ গোভিল। সীতার চরিত্রে অভিনয় করেন দীপিকা চিকলিয়া। তাঁদের টিভির পর্দায় দেখার পর থেকে বহু মানুষ তাঁদেরই ভগবান জ্ঞানে শ্রদ্ধা করতে থাকেন। ৩৫ বছর পরও যে সেই প্রবণতা একইভাবে বজায় রয়েছে তা প্রমাণ হয়ে গেল।
রামের চরিত্রে অভিনয় করা অরুণ গোভিলকে বিমানবন্দরে দেখতে পেয়ে সটান ভক্তিভরে তাঁর সামনে নতজানু হয়ে হাতজোড় করে বসে পড়লেন এক মহিলা। ঠিক যেমন করে ভগবানের মূর্তির সামনে মানুষ ভক্তিভরে বসেন। তারপর সটান অরুণ গোভিলের বুট পরা পায়ে হাত দিয়ে তারপর মাথা ঠেকিয়ে প্রণাম করতে শুরু করেন।
স্বভাবতই অরুণ গোভিল অস্বস্তিতে পড়ে যান। পাশে থাকা এক ব্যক্তিকে মহিলাকে সরানোর জন্য বলেন। পরে তাঁকে হাতজোড় করে ওই মহিলার সঙ্গে কয়েকটি কথা বলতেও দেখা যায়।
অরুণ গোভিল এরপর একটি উত্তরীয় ওই মহিলার গলায় পরিয়ে দেন। যাঁর মধ্যে ভগবান রামকে দেখতে পাচ্ছেন ওই মহিলা, তিনি খুব স্বাভাবিকভাবেই অরুণ গোভিলের কাছ থেকে উত্তরীয় পরতে দ্বিধা বোধ করেন। তবে কিছুটা জোর করেই উত্তরীয়টি পরিয়ে হাতজোড় করে নমস্কার জানিয়ে চলে যান অরুণ গোভিল।
বিমানবন্দরের মত জায়গায় এমন এক পরিস্থিতিতে পড়তে হলেও অরুণ গোভিলের কাছে কিন্তু বিগত ৩৫ বছরে এমন অভিজ্ঞতা নতুন নয়।