২জি স্পেকট্রাম বণ্টন দুর্নীতি মামলায় সকল অভিযুক্তকে বেকসুর খালাস করেছে সিবিআই বিশেষ আদালত। খুব স্বাভাবিকভাবেই খুশি কংগ্রেস। কারণ কংগ্রেস জামানাতেই এই দুর্নীতি সামনে আসে। আঙুল ওঠে স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দিকে। যা সে সময়ে বিরোধীদের জন্য যেমন ছিল অন্যতম অস্ত্র, তেমনই কংগ্রেসের জন্য ছিল যথেষ্ট চিন্তার কারণ। সেই ২জি দুর্নীতি থেকে সকল অভিযুক্তের বেকসুর খালাস শুধু অভিযুক্তদের নিশ্চিন্ত করেনি, কংগ্রেসকেও হাঁফ ছেড়ে বাঁচিয়েছে। ফলে রায় ঘোষণার পর থেকেই বিজেপিকে তুলোধোনা করছে কংগ্রেস নেতৃত্ব।
চুপ করে নেই বিজেপিও। খোদ কেন্দ্রীয় সরকারের তরফে এদিন মুখ খুলেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। কংগ্রেসকে খোঁচা দিয়ে তাঁর পরামর্শ, কংগ্রেস যেন এই রায়কে তাদের জন্য সার্টিফিকেট না ভেবে বসে! এটা তাদের জন্য কোনও সম্মানের ব্যাজও নয়! জেটলি এদিন কংগ্রেসকে মনে করিয়ে দেওয়ার ছলেই কটাক্ষ করে বলেন, ২০১২ সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টই ২জি স্পেকট্রাম বণ্টনকে পক্ষপাতদুষ্ট স্বেচ্ছাচারী পদক্ষেপ বলে আখ্যা দিয়ে প্রাক্তন টেলিকমমন্ত্রী এ রাজার ছাড়পত্র দেওয়া ১২২টি লাইসেন্সই বাতিল করে দেয়। সেকথা না ভোলার আবেদন জানিয়ে জেটলি এদিন ফের দাবি করেন ২জি স্পেকট্রাম বণ্টনে নিয়ম মানা হয়নি। সম্পূর্ণ ভুল পদ্ধতিতে স্পেকট্রাম বণ্টন হয়েছিল বলেও দাবি করেন তিনি। এদিকে একসময়ে ২জি নিয়ে সরব বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী এদিনের সিবিআই বিশেষ আদালতের রায়ের বিরুদ্ধে বিজেপিকে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন।