Business

নগদ সমস্যা সাময়িক, মিটে যাবে, আশ্বাস অর্থমন্ত্রীর

এটিএমে কার্ড ঢুকিয়েও খালি হাতে ফিরতে হচ্ছে। অধিকাংশ এটিএমে লেখা টাকা নেই। ব্যাঙ্কে ছুটেও বিশেষ লাভ হচ্ছেনা। কারণ ব্যাঙ্কের হাতেও নাকি পর্যাপ্ত নগদ নেই। ফলে গ্রাহকদের চাহিদামত নগদ দিতে ব্যর্থ তাঁরা। যার ফল ভুগতে হচ্ছে আমজনতাকে। নোট বাতিলের পর এমন নগদের হাহাকার এই প্রথম দেখলেন দেশের ৭টি রাজ্যের মানুষজন। যারমধ্যে রয়েছে রাজস্থান, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ। নগদের হাহাকারে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। প্রয়োজনে নিজের টাকা নিজেই তুলতে পারছেন না তাঁরা। এজন্য সরকারকে দুষছেন সাধারণ মানুষ। ফলে কেন্দ্র তো বটেই, রাজ্য সরকারগুলিও নড়েচড়ে বসেছে। যে ৭টি রাজ্যে নগদের এই হাহাকার শুরু হয়েছে তারমধ্যে ৪টি রাজ্যে আবার বিজেপির শাসন।

এই নগদের হাহাকারকে অবশ্য বিশেষ আমল দিতে নারাজ অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর ধারণা এটা নেহাতই সাময়িক সমস্যা। কয়েকদিনের মধ্যেই মিটে যাবে। তাঁর যুক্তি বাজারে যথেষ্ট পরিমাণে নগদ অর্থ রয়েছে। ফলে সমস্যা হওয়ার কথা নয়। কয়েকটি পকেটে যে নগদের সমস্যা তৈরি হয়েছে তা মেনে নিয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন কোনও চিন্তা নেই। অর্থের সমস্যা সাময়িক। দ্রুত মিটে যাবে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button