বিজয় মালিয়ার সঙ্গে ২০১৪ সালের পর তাঁর আর কোনও বৈঠক হয়নি। কেবল সংসদে তাঁর সঙ্গে একবার দেখা হয়েছিল। তখন বিজয় মালিয়ার সঙ্গে তাঁর কথা হয়। বিজয় মালিয়া সাংসদ হওয়ার সুবাদে এই সুযোগ পেয়েছিলেন। তখন তিনি ব্যাঙ্কের বিষয়টি মিটমাট করতে চেয়েছিলেন। কিন্তু তিনি নিজে বিষয়টিতে না ঢুকে ব্যাঙ্কের সঙ্গে তাঁকে কথা বলার পরামর্শ দেন। বুধবার বিবৃতি দিয়ে একথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
এদিন লন্ডনে বিজয় মালিয়া সাংবাদিকদের জানান তিনি দেশ ছাড়ার আগে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তারপর দেশ ছাড়েন। এই বক্তব্য সামনে আসার পরই কংগ্রেস থেকে শুরু করে বিরোধী দলগুলি একে একে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগা শুরু করে। কংগ্রেস দাবি করে তারা বারবার বলেই আসছিল যে আর্থিক দুর্নীতির অভিযোগ থাকা লোকজনকে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করছে বিজেপি নেতৃত্বাধীন সরকার।