পেট্রোল ও ডিজেলের দামে অবশেষে লিটার প্রতি আড়াই টাকা ছাড় দিল কেন্দ্র। এদিন অর্থমন্ত্রী অরুণ জেটলি সাংবাদিক সম্মেলন করে জানান তাঁরা আড়াই টাকা দামে ছাড় দিচ্ছেন। এবার ওই একই পরিমাণ টাকা রাজ্য সরকারও ছাড় দিক। তাহলে গ্রাহকরা ২টো মিলিয়ে ৫ টাকা ছাড়ের সুবিধা পাবেন। রাজ্যগুলিকে তাদের ভ্যাটের প্রাপ্য অঙ্ক থেকে এই আড়াই টাকা ছাড়ের কথা জানান অরুণ জেটলি। এতে নাভিশ্বাস ফেলে দেওয়া পেট্রোল, ডিজেলের দামে কিছুটা হলেও সুরাহা মিলবে গ্রাহকদের।
এদিকে রাজ্যগুলির তরফ থেকে এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে ৬টি রাজ্য ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা তাদের তরফ থেকেও আড়াই টাকা ছাড়া দেবে। অন্য দিকে কেরালা জানিয়ে দিয়েছে তাদের পক্ষে এই ছাড় দেওয়া সম্ভব নয়। সামনেই ৩ রাজ্যে ভোট। এদিকে তেলের দাম হুহু করে বেড়েই চলেছে। বিরোধীরা যাতে সেই প্রসঙ্গকে সামনে এনে প্রচারে শান না দিতে পারে তার জন্যই কেন্দ্রের এই পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।
এ বিষয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তাঁরা আগেই তেলের দামে ছাড় দিয়েছেন। কেন্দ্র চাইলে বিজেপি শাসিত রাজ্যগুলিকে এ বিষয়ে চাপ দিতে পারে। কিন্তু অন্য রাজ্যগুলিতে এই চাপ তারা দিতে পারেনা। সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, আড়াই টাকা ছাড় দিয়ে কিছু হবেনা, তারা সেস বাবদ যে ১০ টাকা বাড়িয়েছে সেই ১০ টাকা ছাড় দিক কেন্দ্র।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)