কংগ্রেস ইস্তেহার প্রকাশের পর পাল্টা মুখ খুলল বিজেপি। কংগ্রেসের ইস্তেহারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে উঠেছে রাজনৈতিক মহলে। জিতে এলে যা যা করার প্রতিশ্রুতি কংগ্রেস দিয়েছে তাতে তাদের কল্পতরুর মত ঠেকেছে। যদিও রাহুল গান্ধীর দাবি, তিনি যা বলেন তা করে দেখান। আর এখানেই বিজেপি পাল্টা চেপে ধরেছে কংগ্রেসকে। কংগ্রেসের ইস্তেহার নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে বসে এদিন অরুণ জেটলি দাবি করেন, যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলি বাস্তবায়নই সম্ভব নয়। এমন সব প্রতিশ্রুতি রয়েছে যা তাঁর মতে ভয়ংকর।
জেটলি এদিন দাবি করেন, কংগ্রেস যে ইস্তেহার প্রকাশ করেছে তাতে এমন কিছু বিষয় রয়েছে যা দেশকে টুকরো টুকরো করবে। তাঁর ভাষায় ‘টুকরে টুকরে গ্যাং’ তৈরি হবে ভারতে। সহজ কথা, বিজেপির দাবি ভারতকে ভেঙে টুকরো করার মত বিষয় জায়গা পেয়েছে কংগ্রেস ইস্তেহারে। জেটলি উদাহরণ দিতে গিয়ে বলেন, কংগ্রেস ইস্তেহারে বলেছে আইপিসি-র ১২৪এ ধারাকে বাতিল করার কথা। তাঁর মতে, এর মানে দাঁড়াচ্ছে কংগ্রেস ক্ষমতায় এলে দেশে রাজদ্রোহ আর অপরাধ হিসাবে গণ্যই হবেনা।
জেটলি এদিন বলেন, এই ইস্তেহার তৈরির সময় একটি খসড়া কমিটি তৈরি হয়েছিল। তারা এই ইস্তেহারের বিষয়গুলি তৈরি করেছে। কিন্তু তাঁর মনে হচ্ছে যে রাহুল গান্ধীর কয়েকজন ‘বন্ধু’ এই ইস্তেহার তৈরির সময় কিছু বিষয় যোগ করেছেন। ইঙ্গিতটা স্পষ্ট। কিন্তু অন্যদিকে কংগ্রেসের ইস্তেহার কিন্তু ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)