রাজ্যসভায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বক্তব্য পেশের পর সংসদ কক্ষের বাইরে তাঁকে কটাক্ষ করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর অভিযোগ, একদিন যাঁরা নিজেরাই কোলব্লক কেলেঙ্কারি, টুজি কেলেঙ্কারি, কমনওয়েলথ কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন তাঁরাই এখন কালো টাকার বিরুদ্ধে সরকারে লড়াইয়ের সমালোচনা করছেন।
নোট বাতিলের সিদ্ধান্তের জেরে মনমোহন সিং দেশের জিডিপির হার কমার বিষয়ে সতর্ক করলেও তা এদিন মানতে চাননি জেটলি। তাঁর দাবি, এতে মাঝারি ও দীর্ঘমেয়াদীভাবে দেশীয় অর্থনীতির উন্নতি হবে। ব্যাঙ্কের ঋণ দেওয়ার ক্ষমতা বাড়বে। শিল্প থেকে কৃষি ক্ষেত্রে আরও বেশি করে ঋণ দেওয়ায় সেগুলির বিকাশ হবে।