National

জেটলির ‘একাদশী’!

বিরোধীদের প্রবল প্রতিরোধ, আমজনতার হয়রানির মধ্যেই নোট বাতিলের মাসপূর্তিতে ডিজিটাল লেনদেনের লক্ষ্যে আরও একধাপ এগোনোর উদ্যোগ নিল কেন্দ্র। ডিজিটাল লেনদেন করলে ১১ দফা সুযোগ সুবিধার কথা এদিন ঘোষণা করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। যেখানে অধিকাংশ ক্ষেত্রেই কার্ড বা অনলাইন লেনদেনে আর্থিক ছাড়ের হাতছানিকে আকর্ষণ বাড়ানোর টোটকা হিসাবে ব্যবহার করেছেন অর্থমন্ত্রী। একবার দেখে নেওয়া যাক কি কি সুবিধার কথা ঘোষণা করলেন তিনি।

  • পেট্রোল বা ডিজেলের দাম কার্ডে বা অনলাইনে মেটালে গ্রাহক দামের ওপর ০.৭৫% ছাড় পাবেন
  • ট্রেনে মান্থলি বা সিজিনাল টিকিট ডিজিটাল পেমেন্টের মাধ্যমে কাটলে দামের ওপর ০.৫% ছাড় মিলবে
  • পয়লা জানুয়ারি ২০১৭ থেকে এই নিয়ম চালু হবে, শুরু হবে মুম্বই সুবার্বন রেলওয়ে দিয়ে
  • অনলাইনে দূরপাল্লার ট্রেনের টিকিট কাটলে যাত্রীকে ১০ লক্ষ টাকার দুর্ঘটনা জনিত বীমার সুবিধা দেবে সরকার, এজন্য আলাদা করে কোনও চার্জ দিতে হবে না
  • যাত্রীদের ক্যাটারিং বা থাকার মত বিভিন্ন সুযোগসুবিধা অর্থের বিনিময়ে দিয়ে থাকে রেল, সেই দেয় অর্থ ডিজিটালি মেটালে প্রত্যেক খরচে ৫% করে ছাড় পাবেন যাত্রীরা
  • সরকারি জীবনবীমা বা সাধারণ বীমার ক্ষেত্রে নতুন বীমা কাস্টমার পোর্টাল থেকে অনলাইন পেমেন্টের মাধ্যমে নিলে গ্রাহককে সাধারণ বীমায় ১০% ও জীবনবীমায় ৮% ছাড় দেবে সরকার
  • নাবার্ডের সাহায্যে দেশের ৪ কোটি ৩২ লক্ষ কৃষক, যাঁদের কিষাণ ক্রেডিট কার্ড আছে, তাঁদের রুপে কার্ড দেবে সরকার, যদিও এতে ক্রেডিট লিমিটে কোনও পরিবর্তন হবে না
  • কেন্দ্রীয় সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থায় কোনও লেনদেন ডিজিটালি হলে এর ওপর কোনও চার্জ কাটবে না সরকার
  • জাতীয় সড়কের ওপর যে ক’টি টোল প্লাজা রয়েছে সেখানে আরএফআইডি বা ফাসট্যাগ কার্ড দিয়ে অনলাইনে টোল মেটালে টোলের খরচে ১০% ছাড় পাবেন সকলে
  • ২০০০ টাকা পর্যন্ত অনলাইন লেনদেনে কোনও সার্ভিস ট্যাক্স কাটবেনা সরকার
  • যেসব গ্রামের জনসংখ্যা ১০ হাজারের বেশি সেখানে বিনামূল্যে ২ পয়েন্ট অফ সেল মেশিন দেবে সরকার, এজন্য ১ লক্ষ গ্রামকে বেছে নেবে সরকার

ডিজিটাল লেনদেন ও ক্যাশলেস ভারতে জোর দেওয়ার জন্য ১১ দফা সুযোগের কথা ঘোষণা করলেও কালো টাকা নিয়ে যাবতীয় প্রশ্ন এড়িয়ে যান অর্থমন্ত্রী। স্বীকার করে নেন দেশে কার্ড বা অনলাইন লেনদেন বাড়াতেই এসব সুযোগের কথা ঘোষণা করল সরকার।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button