
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ করে জুতো ছুঁড়লেন এক ব্যক্তি। লক্ষভ্রষ্ট হওয়ায় জুতোটি অরবিন্দের গায়ে লাগেনি। পরে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। নয়াদিল্লিতে একটি সাংবাদিক বৈঠক চলাকালীন ঘটনাটি ঘটে। সিএনজি কার স্টিকার বণ্টনের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগেই তাঁর এই পদক্ষেপ বলে দাবি করেছেন ধৃত বেদ প্রকাশ। আম আদমি সেনার সদস্য বেদের দাবি, অড-ইভেন স্কিমের আগে যে সিএনজি স্টিকার বণ্টন করা হয়েছে তাতে অনেকগুলি ভুয়ো স্টিকার বণ্টন করেছে রাজ্য সরকার। তাঁর দাবির স্বপক্ষে যথেষ্ট ভিডিও ফুটেজ তাঁর হাতে আছে বলেও দাবি করেছেন বেদ। মুখ্যমন্ত্রীকে লক্ষ করে জুতো ছোঁড়ার ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছেন দিল্লির পরিবহণমন্ত্রী গোপাল রাই। গোপাল রাইয়ের দাবি, হতাশ ব্যক্তিরা এমন করে থাকেন। এমন ঘটনা অনেক সময় ঘটে থাকে। কিন্ত পরিবেশকে দূষণমুক্ত করার যে লক্ষ্য তাঁরা স্থির করেছেন তা থেকে তাঁদের দূরে সরানো যাবে না।