National

দিল্লি জিতে হনুমানজিকে ধন্যবাদ জানালেন অরবিন্দ

দিল্লির মানুষ তাঁকে উজাড় করে ভোট দিয়েছেন। তৃতীয়বারের জন্য দিল্লির শাসনভার আসছে অরবিন্দ কেজরিওয়ালের হাতে। জয় নিশ্চিত হওয়ার পর সস্ত্রীক এদিন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল তাঁর কর্মী সমর্থকদের সামনে আসেন। জয়ের জন্য সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন। ভোটের আগে হনুমান মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এদিন সেই হনুমানজিকে জয়ের জন্য ধন্যবাদ জানান তিনি। বলেন, মঙ্গলবার হনুমানজি-র বার। এই দিনে তাঁর জয় হনুমানজির আশির্বাদ। এদিন কেজরিওয়ালের মুখে শোনা যায় ভারতমাতা কি জয় ধ্বনি।

দিল্লির মানুষ যে তাঁকে তাঁদের ছেলে মনে করে ভোট দিয়েছেন তার জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ জানান কেজরিওয়াল। তাঁর মুখে উঠে আসে উন্নয়নের বার্তা। তিনি বলেন, এখন একটা নতুন রাজনীতির সূত্রপাত হয়েছে। উন্নয়নের রাজনীতি। আর তাকেই ভোট দিয়েছেন মানুষ। তিনি বলেন আগামী ৫ বছরও দিল্লির উন্নয়নেই কাজ করতে চান তিনি।


কেজরিওয়ালের পাশে তখন ছিলেন তাঁর স্ত্রী। হাসিমুখে স্বামীর বক্তব্যে করতালি দিয়েছেন তিনি। শেষে কেজরিওয়াল তাঁর পরিবারকেও তাঁর পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। সকলকে বলেন এদিন তাঁর স্ত্রীর জন্মদিন। তিনি বাড়িতে কেক খেয়ে এসেছেন। সকলকে তিনি কেক খাওয়াবেন বলেও জানান। পাশে দাঁড়ানো সুনিতা কেজরিওয়ালও সকলের দিকে হাত জোড় করে প্রণাম করে ধন্যবাদ জানান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button